নিষিদ্ধ মাদক দ্রব্য কোডাইন মজুত রাখা ও বিক্রির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার ১৮৮৮ গ্রাম কোডাইন। ধৃত মহিলার নাম শাকো সাউ ওরফে সুনিতা সাউ ওরফে লেংড়ি। বাড়ি বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায়।
আরও পড়ুন : ভালোবাসার আগুনে সব খারাপ পুড়ে ছাই হবে, ঐন্দ্রিলা ফের ফিরবে ময়দানে, বিশ্বাস আকাশ বাতাসের
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে লক্ষ্মীপুর মাঠ এলাকায় শাখো সাউ এর বাড়িতে অভিযান চালায় বর্ধমান থানার পুলিশ। অভিযানে ওই মহিলার বাড়ি থেকে উদ্ধার হয় ১৮৮৮ গ্রাম নিষিদ্ধ মাদক দ্রব্য কোডাইন।
নিষিদ্ধ মাদকদ্রব্য বাড়িতে মজুত রাখা ও বিক্রি করার অপরাধে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মহিলাকে আজ বর্ধমান আদালতে তোলা হয়। বর্ধমানের ডেপুটি পুলিশ সুপার( টু)
রাকেশ চৌধুরি বলেন, বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার এক মহিলা বাড়ি থেকে মাদকের কারবার চালাচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ওপর ভিত্তি করে বর্ধমান থানার পুলিশ অভিযানে নামে। ওই বাড়িতে হানা দিয়ে বেশ কিছু পরিমাণ নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। নিষিদ্ধ মাদক মজুত ও পাচারের অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
বাজেয়াপ্ত করা মাদক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। কতদিন ধরে এই কারবার চলছিল, এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, এই মাদক কোথা থেকে আসতো,কোথায় তা পাচার করা হতো সেসব বিস্তারিত ভাবে জানার জন্য ধৃতকে জেরা করা হবে। তদন্তকারী পুলিশ অফিসাররা বলছেন,ইদানিং বার বার মাদক কারবারে মহিলাদের যোগ মিলছে। আসলে পথে ঘাটে মহিলারা অনেক সময় সন্দেহের ঊর্ধ্বে থাকে। সেই সুযোগ নিতে চাইছে মাদক কারবারিরা।