গত ২৫ মে চার নাবালক গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে যায়। তারা হুগলির শ্রীরামপুরের সুরকি ঘাট থেকেই গঙ্গায় স্নান করতে নেমেছিল। পরবর্তীতে মঙ্গলবার ওই একই ঘাটে আরও এক প্রবীণ ব্যবসায়ী স্নান করতে এসে ডুবে যান। যার তল্লাশি এখনও চালাচ্ছে উদ্ধারকারী দল। এমত অবস্থায় বারবার গঙ্গায় ডুবে যাচ্ছে কেন তার খোঁজ চালাতে গঙ্গার ঘাট পরিদর্শন করতে আসেন সেচ দফতরের আধিকারিক সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: বিকট শব্দ…! দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ধাক্কা অন্য বাসের, তারপর যা ঘটল হুগলিতে
এই দিন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদেব সরকার, সেচ দফতরের আধিকারীক, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায় ও রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র ও আধিকারিকরা সুরকি ঘাটে যান। ঘাট পরিদর্শন করে মহকুমা শাসক জানান, সুরকি ঘাট গঙ্গার একটা বিপজ্জনক বাঁকে আছে। তাই স্রোতের টান বেশি। বারবার এখানে জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটছে। এই ঘাট আপাতত বন্ধ করে দেওয়া হল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি বলেন, “এই ঘাটে এখন থেকে কেউ স্নান বা অন্য কোন কাজ করতে পারবেন না।” বারবার এমন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানান হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে স্থায়ীভাবে ঘাটটি কীভাবে আরও নিরাপদ করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ারও দাবি উঠেছে।