TRENDING:

Hooghly News: একই গঙ্গার ঘাটে বারবার দুর্ঘটনা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হুগলির এই ঘাট

Last Updated:

Hooghly News: গঙ্গায় স্নান করতে নেমে বারবার গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটতে থাকায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: কোন্নগর বারো মন্দির ঘাটের পর এবার শ্রীরামপুরের সুরকি ঘাট বন্ধ করে দেওয়া হল জনসাধারণের ব্যবহার থেকে। কারণ বিগত বেশ কিছুদিন যাবত এই ঘাটে ঘটেছে একাধিক দুর্ঘটনা! গঙ্গায় স্নান করতে নেমে বারবার গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটতে থাকায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের। শ্রীরামপুর মহকুমা শাসকের নির্দেশ অনুসারে এই গঙ্গার ঘাটটিকে জনসাধারণ যাতে স্নান করার জন্য ব্যবহার না করে তার নির্দেশ দিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শ্রীরামপুরের সুরকি ঘাট।
advertisement

গত ২৫ মে চার নাবালক গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে যায়। তারা হুগলির শ্রীরামপুরের সুরকি ঘাট থেকেই গঙ্গায় স্নান করতে নেমেছিল। পরবর্তীতে মঙ্গলবার ওই একই ঘাটে আরও এক প্রবীণ ব্যবসায়ী স্নান করতে এসে ডুবে যান। যার তল্লাশি এখনও চালাচ্ছে উদ্ধারকারী দল। এমত অবস্থায় বারবার গঙ্গায় ডুবে যাচ্ছে কেন তার খোঁজ চালাতে গঙ্গার ঘাট পরিদর্শন করতে আসেন সেচ দফতরের আধিকারিক সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

advertisement

রও পড়ুন: বিকট শব্দ…! দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ধাক্কা অন্য বাসের, তারপর যা ঘটল হুগলিতে

এই দিন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদেব সরকার, সেচ দফতরের আধিকারীক, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায় ও রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র ও আধিকারিকরা সুরকি ঘাটে যান। ঘাট পরিদর্শন করে মহকুমা শাসক জানান, সুরকি ঘাট গঙ্গার একটা বিপজ্জনক বাঁকে আছে। তাই স্রোতের টান বেশি। বারবার এখানে জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটছে। এই ঘাট আপাতত বন্ধ করে দেওয়া হল।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি বলেন, “এই ঘাটে এখন থেকে কেউ স্নান বা অন্য কোন কাজ করতে পারবেন না।” বারবার এমন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানান হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে স্থায়ীভাবে ঘাটটি কীভাবে আরও নিরাপদ করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ারও দাবি উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: একই গঙ্গার ঘাটে বারবার দুর্ঘটনা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হুগলির এই ঘাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল