পাশাপাশি যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য ব্যবস্থা করা হয়।এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন , সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটা মানুষ যেন ট্রেনিং এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালান সেই কারণে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।
advertisement
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। এই মেলার ফলে লার্নার লাইসেন্স পাওয়া অনেক সহজ হয়েছে তাদের কাছে। নারী পুরুষ নির্বিশেষে এই মেলায় অংশগ্রহণ করেন সকলে। এতে তাদের অনেকটাই উপকার হয়েছে।
আরও পড়ুন : মনোরম এসি, চওড়া দরজা, প্রশস্ত বসার আসন! কলকাতায় মেট্রো-সফর এখন আরও আরামদায়ক
বিভিন্ন সময়তে জেলায় নানা মেলা দেখতে পাওয়া যায় তবে এই ড্রাইভিং লাইসেন্সের মেলা একেবারেই অভিনব। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে সৈনিক স্কুলের বিপরীতে এম ভি আই ড্রাইভিং টেস্টিং মাঠে এই মেলা চলে। এতে উপকৃত হয়েছে বহু মানুষ।