পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে সারাবছর অভিযান চালানো হয়। সেই সময় দেখা গিয়েছে অনেকেই ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান। ফলে তাদের জরিমানাও করা হয়। ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও অনেক কাঠখড় পোড়াতে হয়। সেই সমস্যার সমাধান করলে এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছিল। যেখান থেকে মিলেছে লার্নার সার্টিফিকেট।
আরও পড়ুন: রক্তে শর্করা বেড়েছে? চিন্তা নেই, এই ফুল খেলেই দ্রুত চুপচাপ খাঁচাবন্দী হবে ডায়াবেটিস…
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর একটি নির্দিষ্ট সময় পর তাকে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। প্রত্যেক এলাকায় এই মেলা হলে অনেকেই সহজে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন বলে জানিয়েছেন সকলেই। এই মেলার সাফল্য মিললে আরও অন্য জায়গায় করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
নবাব মল্লিক