জলই জীবন, জল ছাড়া এক বিন্দু বাঁচতে পারেনা কোনও প্রাণ। তবুও জল অপচয় থেকে বিরত থাকছে না অধিকাংশ মানুষ এমন নানা অভিযোগ উঠে আসে। এবার জল অপচয় খোদ প্রশাসনের গাফিলতি বা উদাসীনতা বলেই অভিযোগ স্থানীয় মানুষের। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ বটতলা এলাকায় রাস্তার পার্শ্ববর্তীতে থাকা পানীয় জলের অধিকাংশ কল ট্যাপহীন। টাইমে জল এলেই, কলের মুখ থেকে জল বেরিয়ে পড়ছে। এমন ঘটনা মাসের পর মাস বলেই অভিযোগ।
advertisement
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে বাংলার এই ঐতিহ্যবাহী নদী, কোটি কোটি টাকা খরচ করেও হাল আদিগঙ্গার থেকেও অধম
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও জল অপচয় বন্ধ করতে স্থানীয় মানুষ একাধিকবার কলের ট্যাপ লাগায়। কিন্তু তা বেশিদিন টেকেনি। কে বা কারা সেই ট্যাপ খুলে দিচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয়দের কথায় জানা যায়, বাড়ি বাড়ি পানীয় জল বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। কিন্তু রাস্তার পাশে থাকা কলগুলিতে জল এলেও সেই জল অধিকাংশ নষ্ট হচ্ছে। নিজেরা ট্যাপ লাগানো হলেও থাকছে না ট্যাপ। ফলে জল অপচয় বন্ধ করা যাচ্ছে না।
রাকেশ মাইতি





