TRENDING:

Howrah News: এ তো মহা কেলেঙ্কারি! লাগালেও থাকছে না, রাতারাতি কোথায় পালাচ্ছে কলের মুখ!

Last Updated:

কলের মুখ নেই, অনবরত জল পড়ছে কলে, জল অপচয় রোধে ব্যানার পোস্টার যেন সার 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: জোর কদমে চলছে জলের পাইপলাইন বসানোর কাজ, বাড়ি বাড়ি শুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। একইসঙ্গে প্রচার অভিযান চলছে জল অপচয় বন্ধ করতে। এরই মধ্যে জল নিয়ে চাঞ্চল্যকর ছবি হাওড়ার ডোমজুড়ে। কয়েক মাস ধরে বেলাগাম জল অপচয় হচ্ছে। নেই ট্যাপ, টাইমে জল এলে অনর্গল জল বেরিয়ে পড়ছে। একটানা কয়েক মাস এমনই চিত্র। স্থানীয় মানুষ প্রয়োজনে জল নিচ্ছে, তার অধিকাংশ সময় কল থেকে জল বেরিয়ে মেশছে নিকাশী নালায়। জল অপচয় বন্ধ করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সরকারি ও বেসরকারিভাবে। গ্রামের একদিকে নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে। অন্যদিকে এভাবেই মাসের পর মাস জল অপচয় হচ্ছে। এ বিষয়ে নানা প্রশ্ন চিহ্ন করা হয়েছে।
advertisement

জলই জীবন, জল ছাড়া এক বিন্দু বাঁচতে পারেনা কোনও প্রাণ। তবুও জল অপচয় থেকে বিরত থাকছে না অধিকাংশ মানুষ এমন নানা অভিযোগ উঠে আসে। এবার জল অপচয় খোদ প্রশাসনের গাফিলতি বা উদাসীনতা বলেই অভিযোগ স্থানীয় মানুষের। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ বটতলা এলাকায় রাস্তার পার্শ্ববর্তীতে থাকা পানীয় জলের অধিকাংশ কল ট্যাপহীন। টাইমে জল এলেই, কলের মুখ থেকে জল বেরিয়ে পড়ছে। এমন ঘটনা মাসের পর মাস বলেই অভিযোগ।

advertisement

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে বাংলার এই ঐতিহ্যবাহী নদী, কোটি কোটি টাকা খরচ করেও হাল আদিগঙ্গার থেকেও অধম

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

যদিও জল অপচয় বন্ধ করতে স্থানীয় মানুষ একাধিকবার কলের ট্যাপ লাগায়। কিন্তু তা বেশিদিন টেকেনি। কে বা কারা সেই ট্যাপ খুলে দিচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয়দের কথায় জানা যায়, বাড়ি বাড়ি পানীয় জল বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। কিন্তু রাস্তার পাশে থাকা কলগুলিতে জল এলেও সেই জল অধিকাংশ নষ্ট হচ্ছে। নিজেরা ট্যাপ লাগানো হলেও থাকছে না ট্যাপ। ফলে জল অপচয় বন্ধ করা যাচ্ছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এ তো মহা কেলেঙ্কারি! লাগালেও থাকছে না, রাতারাতি কোথায় পালাচ্ছে কলের মুখ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল