জলের পাইপ নিয়ে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানার মন্মথপুরে। সেখানে রাতের অন্ধকারে পাইপ কমে যাচ্ছে। কে বা কারা নিয়মিত চুরি করছে জলের পাইপগুলো। জানা গিয়েছে পানীয় জল সরবরাহের জন্য রাখা জলের কল, নল ও ৩৫০ টি পাইপ সেখান থেকে ইতিমধ্যে এই চুরি হয়ে গিয়েছে। এই ঘটনায় ঢোলাহাট থানার আইসি মানস চ্যাটার্জি, আধিকারিক রাজদ্বীপ সরকার, মনোতোষ নস্কর, সাহিন আলম, আব্দুল কাদের জিলানি ও কনস্টেবল চিন্ময় চক্রবর্তীকে নিয়ে তদন্তকারী দল গঠন করেন।
advertisement
আরও পড়ুন: আবর্জনার বুক চিরে চলে গিয়েছে এক ফালি রাস্তা! এখানে এলে এমনটা মনে হতে পারে
জলের পাইকছড়ি পান্ডাদের ধরার জন্য তদন্ত শুরু করে পুলিশ। পরে রহিম শেখ, রেজাউল মোল্লা, পালান মোল্লা ও কাকদ্বীপ থানার বামানগরের বাসিন্দা বিজয় ভৌমিককে এই ঘটনায় জড়িত সন্দেহে চিহ্নিত করে। এই ঘটনায় যথেষ্ট চিন্তিত প্রাশাসনিক কর্মকর্তারা। এভাবে জনগণের সুবিধার্থে বসানো জলের পাইক উধাও হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারাও খুবই চিন্তার মধ্যে পড়েছেন।
নবাব মল্লিক