হুগলি চক বাজারে রয়েছে সরকারি ব্রাঞ্চ স্কুল। সপ্তাহের প্রথম দিন ব্যস্ত বাজার এলাকা। লোকজন রয়েছে ভালই। স্কুলও চলছে। স্কুল গেটের সামনেটা ফাঁকাই ছিল। এমন সময়ে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ডেকে আনলেন ‘বিপদ’! এলাকার বাড়িঘর ভাঙচুর, ধুন্ধুমার কাণ্ড নবদ্বীপে
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি সাদা চারচাকা গাড়ি সজোরে স্কুলের সামনে চলে আসে। সে সময় স্কুলের সামনে যারা ছিলেন তারা গাড়িটি আসতে দেখে তড়িঘড়ি সরে যাওয়ায় কারও আঘাত লাগেনি। তবে স্কুলের শিক্ষিকা এবং অভিভাবকেরা জানান, স্কুল শুরু এবং ছুটির সময় অনেক অভিভাবক গেটের সামনে থাকেন। স্কুলের গেটে বাচ্চারাও থাকে। তাই সেই সময় গাড়িটি এলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
গাড়ি চালককে আটকে পুলিশে খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার পুলিশ গাড়ি চালককে থানায় নিয়ে যায়। গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়ির ভিতর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালক এতটাই মদ্যপ অবস্থাত ছিলেন যে ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারছিলেন না।
জানা গিয়েছে, ব্যান্ডেল কৈলাস নগরে চালকের বাড়ি। সারাদিনই প্রায় নেশা করে থাকেন তিনি। কিন্তু এদিন চারচাকা গাড়ি নিয়ে কেন ওই ভিড় রাস্তায় স্কুলের সামনে পৌঁছে গেলেন তা এখনও জানা যায়নি।
