Malda: বিএসএফের চোখে ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ! তবে শেষরক্ষা হল না, মালদহ থেকে গ্রেফতার ২ বাংলাদেশি
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Illegal Bangladeshi in Bengal: BSF-এর চোখে ফাঁকি দিয়ে সীমান্ত টপকে অবৈধভাবে ঢুকে পড়েছিলেন ভারতীয় সীমান্তে। মালদহের বৈষ্ণবনগর থানার কুম্ভিরা ফাঁড়ির পুলিশের জালে ধরা পড়ল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী।
বৈষ্ণবনগর , মালদহ, ঝন্টু মন্ডল: বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে সীমান্ত টপকে অবৈধভাবে ঢুকে পড়েছিলেন ভারতীয় সীমান্তে। কিন্তু শেষরক্ষা হল না। শেষমেশ মালদহের বৈষ্ণবনগর থানার কুম্ভিরা ফাঁড়ির পুলিশের জালে ধরা পড়ল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম মহম্মদ মোমিন(২৯) এবং অপরজনের নাম তাজেল হোসেন (২২)। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়।
আরও পড়ুনঃ পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ডেকে আনলেন ‘বিপদ’! এলাকার বাড়িঘর ভাঙচুর, ধুন্ধুমার কাণ্ড নবদ্বীপে
শনিবার রাতে বৈষ্ণবনগর থানার দেওনাপুর বাবু হাজীটোলা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দু’জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা বেশ কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি বাংলাদেশি সিম, দু’টি মোবাইল ও বাংলাদেশি ৯৩০ টাকা। তবে কী উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আমতা লোকালের ধাক্কায় ধড় থেকে আলাদা মহিলার মাথা, ঘণ্টার পর ঘণ্টা দেহ পড়ে লাইনে! রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
অনুপ্রবেশের কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার ধৃত দুই বাংলাদেশিকে মালদহ জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
November 09, 2025 7:30 PM IST

