এছাড়াও অল্প বয়সে গর্ভবতী হলে কী কী সমস্যা হতে পারে, তা মানব পুতুল নাটকের মাধ্যমে পড়ুয়াদের সামনে পরিবেশিত করা হয়। এই নাটকটি অনুষ্ঠিত হয় বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায়। সংস্থার নির্দেশক চিকিৎসক উজ্বল মুখোপাধ্যায় বলেন, “বাল্যবিবাহ এবং চাইল্ড প্রেগন্যান্সি যেভাবে আমাদের সমাজে ছেয়ে আছে, সেখান থেকে জনসচেতনতা গড়ার জন্য আমরা এই মানব পুতুল নাটক পরিবেশন করছি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে।”
advertisement
কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনে অনুষ্ঠিত মানব নাটকের নাম ছিল নারী নক্ষত্র। নাটকের প্রধান চরিত্রে ছিল উমা এবং তারা নামের দুই মেয়ে। নাটকে দেখানো হয় বাল্য বিবাহের কারণে উমার জীবনের পরিণতি এবং নিজের লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা করে বড় হয়ে ওঠা তারার জীবনযাত্রা। পড়ুয়াদের সচেতনতার জন্যই এই নাটক অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দ্বাদশ শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা জানিয়েছে, “নাটকটা আমাদের খুবই ভাল লেগেছে, এই ধরনের অভিজ্ঞতা আমাদের জীবনে প্রথম।”
আধুনিক সমাজে এই নাটক পড়ুয়াদের মনে অনেকখানি প্রভাব ফেলবে বলে মত বীরভূম সংস্কৃতি বাহিনীর। এছাড়া ছাত্রীরাও এই নাটকের মাধ্যমে অনেকটাই উপকৃত হবেন বলে আশাবাদী সকলেই। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের এহেন উদ্যোগ সত্যিই অভিনব।
বনোয়ারীলাল চৌধুরী