TRENDING:

Bangla Video: জমা জলের যন্ত্রণায় কাহিল, শেষে রাস্তা কেটে নিকাশির ব্যবস্থা নাগরিকদের

Last Updated:

Bangla Video: লাগাতার বৃষ্টির ফলে দীর্ঘদিন ধরে জল জমে যাওয়ার এবং ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় বাধ্য হয়ে তারা পিছের রাস্তা কেটে দিয়ে জল নিকাশির ব্যবস্থা করল। এর ফলে যান চলাচলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: জমা জলের যন্ত্রণায় রাস্তা কেটে জল নিকাশি ব্যবস্থা করল পৌরনাগরিকরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পৌরসভার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে দীর্ঘ কয়েক দিন ধরে জল জমে রয়েছে। একদিকে বিষাক্ত সাপ পোকামাকড়ের উপদ্রব বাড়ছে অন্যদিকে জমা জলে রোগের প্রকোপ বাড়ছে। ঘরের মধ্যে জল ঢুকে রয়েছে তা এখনও বের হয়নি। নিকাশি ব্যবস্থা অত্যন্ত বেহাল দশা তাই এবার বসিরহাট ও মালঞ্চ রোডের ট্যাটরা মিত্র পাড়ায় রাস্তা কেটে জল বের করার ব্যবস্থা করল এলাকার বাসীরা।
advertisement

লাগাতার বৃষ্টির ফলে দীর্ঘদিন ধরে জল জমে যাওয়ার এবং ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় বাধ্য হয়ে তারা পিছের রাস্তা কেটে দিয়ে জল নিকাশির ব্যবস্থা করল। এর ফলে যান চলাচলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: দোল দোল দোল, তোল পাল তোল’- নৌকা শুধু এক রকম নয়, ইলিশ মাছ ধরতেও লাগে আলাদা নৌকা, দেখুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন, ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি পরিমল মজুমদার বলেন, এই জায়গাটা অত্যন্ত নিচু একটু বৃষ্টি হলেই জল জমে যায়। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষেরা এই অভিযোগটা করেছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে সেটা আমাদের নাগালের বাইরে চলে যায়। তবে খুব শীঘ্র নিকাশি ব্যবস্থা ভাল হোক, নতুনভাবে সাজানো হোক এলাকা পরিকল্পনা তবেই হয়ত প্রতিবছরের এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে সাধারণ মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: জমা জলের যন্ত্রণায় কাহিল, শেষে রাস্তা কেটে নিকাশির ব্যবস্থা নাগরিকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল