TRENDING:

Dr.Mousumi Murmu: মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে জঙ্গলমহলের কন‍্যা! পেশায় ডাক্তার, চেনেন মৌসুমিকে?

Last Updated:

দেশ বিদেশের সুন্দরীদের সঙ্গে মিসেস ওয়ার্ল্ডের মঞ্চ মাতিয়ে এলেন জঙ্গলমহলের কন্যা মৌসুমি মুর্মু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা, মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ২০২৫। দেশ বিদেশের সুন্দরীদের সঙ্গে মিসেস ওয়ার্ল্ডের মঞ্চ মাতিয়ে এলেন জঙ্গলমহলের আদিবাসী কন্যা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জেলা রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে সোজা বিশ্ব মঞ্চে জঙ্গলমহলের এক লড়াকু কন্যা।
advertisement

এক সময় জঙ্গলমহল মানে সকল পিছিয়ে পড়া সেকেলে ভাবত এক শ্রেণীর মানুষ। এখন আর শিক্ষা, চাকুরি, খেলাধুলা, দেশ বিদেশের বিভিন্ন স্থানে জঙ্গলমহলের সন্তানরা বিশ্ব মঞ্চ কাঁপাচ্ছেন। জঙ্গলমহলের এই কন্যা তারই এক উদাহরণ।

আরও পড়ুন: ১০০ বছর পর শ্রাবণের শিবরাত্রিতে গজকেশরী রাজযোগ! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, হাতে টাকার বৃষ্টি, চাকরিতে প্রোমোশন পাকা

advertisement

একটা সময় ভারী বুটের আওয়াজে কাঁপত গোটা জঙ্গলমহল। সে যুগ পেরিয়ে বদলেছে ঝাড়গ্রাম, বদলেছে এখানকার মানুষজন। জঙ্গলমহলের সন্তানরা এখন নানান ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। ইনি জঙ্গলমহলের পরিচিত মুখ, এমডি, মেডিসিন ডাক্তার মৌসুমী মুর্মু। তিনি নিজের অদম্য জেদ ও ইচ্ছা শক্তির জেরে সব বাধা প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়েছেন।

View More

মৌসুমী পেশায় ডাক্তার। সব কিছু সামলে নিয়ে গত আট জুলাই থেকে ১০ জুলাই গ্রুমিং এবং ১২  জুলাই দিল্লির গুরগাঁও তে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ২০২৫ এর ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন ৃজঙ্গলমহলের কন্যা মৌসুমী।

advertisement

জানা যায়, এই অনুষ্ঠানের অডিশন পর্ব হয়েছিল কলকাতায়। সেখানে অসংখ্য প্রতিযোগীদের পেছনে ফেলে নিজের জায়গা করে নেন ঝাড়গ্রামের মেয়ে। তারপর সেখান থেকে পাড়ি দেন দিল্লির গুরগাঁওতে। এখানেও ১৫০ জন এর মধ্যে থেকে নিজের সেরাটা দেন তিনি এবং মূল পর্বে তিনি নিজের জায়গা পাকা করে নেন তিনি। একজন স্বনামধন্যা ডাক্তারের পাশাপাশি, জঙ্গলমহলের এই কন্যার এমন প্রতিভা দেখেছিল ভারতের প্রতিটি মানুষ।

advertisement

ডাক্তার মৌসুমী মুর্মু শুধু নিজেকেই নন, তিনি উত্থাপিত করেছেন গোটা জঙ্গলমহলের মানুষজনকে, মনে শক্তি জুগিয়েছেন গোটা জঙ্গলমহলের কন্যাদের। ভেঙেছেন প্রত্যেক সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি। এই আদিবাসী কন্যার জঙ্গলমহলের গণ্ডি পেরিয়ে সরাসরি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ দেশবাসীর কাছেও গর্বের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dr.Mousumi Murmu: মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে জঙ্গলমহলের কন‍্যা! পেশায় ডাক্তার, চেনেন মৌসুমিকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল