ঘটনাটি বীরভূমের দুবরাজপুরের গোশালা টোল প্লাজায়। অভিযোগকারী পৌরকর্মী সৌভিক নায়কের কথায়, “পৌরসভার নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে কোনও গাড়ি একাধিকবার যাতায়াত করলেও শুধুমাত্র একবারই টোল লাগবে। অথচ, আমার পরিচিত একটি ডাম্পার ২৪ ঘণ্টার মধ্যেই ফের টোল চেকপোস্টে আসায় আবার টাকা চাওয়া হয়!” অভিযোগে সরগরম হয়ে ওঠে টোল গেট চত্বর। দীর্ঘ আলোচনার পর যান চলাচল স্বাভাবিক হয়।
advertisement
তবে এই অভিযোগকে ‘সাজানো নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন টোল ট্যাক্স ম্যানেজার মহঃ ইকবাল। তাঁর দাবি, “ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।” অন্যদিকে, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “অভিযোগ সত্যি প্রমাণিত হলে দোষীদের বাদ দেওয়া হবে। নতুনভাবে টোল টেন্ডার ডাকা হবে।” এ প্রসঙ্গে সৌভিক নায়কের স্পষ্ট বক্তব্য, “২৪ ঘণ্টায় একাধিকবার পেরোলেও একবারের বেশি টোল নেওয়া যাবে না। সেটাই নিয়ম। অথচ এখানে দুই নম্বরি চলছে!”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সত্যিই কী চলছে টোল গেটের আড়ালে ‘গোপন খেলা’? নাকি পুরোটাই মিথ্যে অভিযোগ? উত্তর খুঁজছে দুবরাজপুরবাসী।
সুদীপ্ত গড়াই