গেইল (GAIL) ও রাজ্য সরকারের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের যৌথ উদ্যোগে গঠিত BGCL প্রাথমিকভাবে কল্যাণী পুরসভার অন্তর্গত প্রায় ১০০ থেকে ১৭১টি বাড়িতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) সরবরাহ শুরু করবে। প্রতিটি বাড়িতেই বসানো হবে গ্যাস মিটার, যার মাধ্যমে ব্যবহৃত গ্যাসের পরিমাণ হিসেব করা হবে। সংস্থার সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন, “কল্যাণীতে আমরা ক্যাসকেড ব্যবহার করব না, সরাসরি পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া হবে। তাই এটিই প্রকৃত অর্থে পিএনজি পরিষেবা।”
advertisement
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাড়ি বাড়ি জলের লাইনের মতোই গ্যাসের লাইন পৌঁছে যাবে রান্নাঘরে। এতে ব্যবহারকারীরা নিয়মিত সিলিন্ডার বুকিং বা ডেলিভারির ঝামেলা থেকে মুক্তি পাবেন।
এখন দেখা যাক, কত খরচে এবং কীভাবে এই সংযোগ মিলবে—
নতুন সংযোগের জন্য প্রাথমিকভাবে খরচ হবে ৬,৩০০ টাকা, সঙ্গে যোগ হবে জিএসটি। পাইপের মাধ্যমে সরবরাহিত গ্যাসের দাম নির্ধারিত হয়েছে প্রতি ঘনমিটারে ৫১ টাকা। এখানে কোনও ভর্তুকি থাকবে না। ব্যবহার অনুযায়ী প্রতি দুই মাসে একবার বিল আসবে। বিল অনলাইনে পরিশোধের সুবিধাও থাকবে। প্রতিটি বাড়ির মিটারের ছবি অনলাইনে আপলোড করলেই বিল তৈরি হবে।
এই সংযোগের জন্য আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—দুটি মাধ্যমেই। সংস্থার প্রতিনিধিরা সরাসরি আবেদন গ্রহণ করবেন, পাশাপাশি BGCL-এর ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে।
এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও পর্যায়ক্রমে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করা হবে। আপাতত কল্যাণীবাসীই পাচ্ছেন এই নতুন যুগের গ্যাস ব্যবস্থার স্বাদ।
মৈনাক দেবনাথ






