আজ থেকে বেশ কয়েক দশক আগে বিয়ের বরযাত্রায় পালকির ছিল একটি ভিন্ন জৌলুস। বর পালকি চড়ে কনের বাড়ি যেত, আবার কনেও পালকি চড়ে শ্বশুরবাড়িতে আসতো। পালকি শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ‘পালঙ্ক’ থেকে। যার অর্থ শয্যা বা বিছানা। পালকি মানুষ চালিত চাকাবিহীন একটি বাহন।পালকির সেই ঐতিহ্যময় হাজার বছরের ব্যবহার ক্রমে গ্রাস করেছে যান্ত্রিক সভ্যতার বিদেশি বিভিন্ন রংয়ের বাহারি গাড়ি। পালকি বহনের দৃশ্য এখন যেন অনেকটাই স্বপ্ন।
advertisement
আরও পড়ুন: ‘২৫ সালের শুরুতেই মঙ্গলের গোচর! ১৭ দিন পর ‘রাজা হবে’ ৩ রাশি, ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে
পালকির গুরুত্বকে মর্যাদা দিয়ে এবার এই প্রজন্মের ছেলেমেয়েদের সামনে এবার বইমেলাতে পালকির প্রদর্শনীর ব্যবস্থা করেছে বইমেলা কমিটি। যা এক অনবদ্য প্রয়াস বলে মত প্রকাশ করেছে সাধারণ মানুষেরা। দেখা যাচ্ছে, বইমেলাতে যাঁরাই যাচ্ছে বই কিনতে তাঁরা একবারের জন্য হলেও উঁকি মারছেন সেই পালকির দিকে। সাত দিন ধরে চলায় বইমেলার এই বছর প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে পালকি।