আরও পড়ুন: মুখে দিলেই ভ্যানিশ..! কাঁচাগোল্লাই নয়, এই ছানার জিলাপি একবার খেলে বারবার চাইবেন
এ বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবাশীষ ধর বলেন , ইতিপূর্বে মোবাইল ভ্যানের মাধ্যমে এই ক্যাম্পের বিষয়ে প্রচার করা হয়েছে। ৯ থেকে ১৫ডিসেম্বর পর্যন্ত একাধিক পরিষেবা পাওয়া যাবে এই ক্যাম্পে। এছাড়াও যে সমস্ত মানুষব্লকে পৌঁছাতে পারবে না তাদের জন্য গ্রামে দুটি মোবাইল ভ্যানেরও ব্যবস্থা করা হয়েছে। এই শিবির হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন।
advertisement
আরও পড়ুন: কুলতলির পর ফারাক্কা, শিশু কন্যা ধর্ষণ-খুনে ৫৯দিনের মধ্যে শেষ শুনানি, শুক্রে রায়
এ বিষয়ে মানবাজার এলাকার এক বাসিন্দা সুকান্ত মজুমদার বলেন , এই ক্যাম্প হওয়ায় খুব সুবিধা হয়েছে। তিনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলেন। সরকারের পক্ষ থেকে যে ভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এর জন্য তার খুবই ভালো লাগছে।
বর্তমানে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। বিকল্প রোজগারের রাস্তা দেখাতে ও বেকারত্ব দূরীকরণে এগিয়ে এসেছে রাজ্য সরকার। বহু মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে জানেন না। তাই সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে পড়ছেন। আর এই কারণেই বিভিন্ন ব্লক এলাকা গুলিতে ক্যাম্পের মাধ্যমে এই সুযোগ সুবিধা গুলির সম্বন্ধে মানুষকে অবগত করা হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি