TRENDING:

Job opportunity: আর চিন্তা নেই , এখানে গেলেই মিলবে রোজগারের রাস্তা , জানেন কীভাবে!

Last Updated:

বেকারত্ব দূরীকরণে সরকারের দুর্দান্ত পদক্ষেপ , এখনও না জানলে মিস করে যাবেন বিরাট!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শিল্পক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শিল্প সমাধান শিবির শুরু হয়েছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকে। এই শিবিরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। এরই পাশাপাশি শিল্প সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কারোর কোনও সমস্যা হলে তারও সমাধান মিলবে এই শিবির থেকে। ৯ডিসেম্বর থেকে ১৫ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির।
advertisement

আরও পড়ুন: মুখে দিলেই ভ্যানিশ..! কাঁচাগোল্লাই নয়, এই ছানার জিলাপি একবার খেলে বারবার চাইবেন

এ বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবাশীষ ধর বলেন , ইতিপূর্বে মোবাইল ভ্যানের মাধ্যমে এই ক্যাম্পের বিষয়ে প্রচার করা হয়েছে। ৯ থেকে ১৫ডিসেম্বর পর্যন্ত একাধিক পরিষেবা পাওয়া যাবে এই ক্যাম্পে। এছাড়াও যে সমস্ত মানুষব্লকে পৌঁছাতে পারবে না তাদের জন্য গ্রামে দুটি মোবাইল ভ্যানেরও ব্যবস্থা করা হয়েছে। এই শিবির হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন।

advertisement

আরও পড়ুন: কুলতলির পর ফারাক্কা, শিশু কন্যা ধর্ষণ-খুনে ৫৯দিনের মধ্যে শেষ শুনানি, শুক্রে রায়

এ বিষয়ে মানবাজার এলাকার এক বাসিন্দা সুকান্ত মজুমদার বলেন , এই ক্যাম্প হওয়ায় খুব সুবিধা হয়েছে। তিনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলেন। সরকারের পক্ষ থেকে যে ভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এর জন্য তার খুবই ভালো লাগছে। ‌

advertisement

বর্তমানে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। বিকল্প রোজগারের রাস্তা দেখাতে ও বেকারত্ব দূরীকরণে এগিয়ে এসেছে রাজ্য সরকার। বহু মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে জানেন না। তাই সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে পড়ছেন। আর এই কারণেই বিভিন্ন ব্লক এলাকা গুলিতে ক্যাম্পের মাধ্যমে এই সুযোগ সুবিধা গুলির সম্বন্ধে মানুষকে অবগত করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job opportunity: আর চিন্তা নেই , এখানে গেলেই মিলবে রোজগারের রাস্তা , জানেন কীভাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল