আরও পড়ুন - অক্সিজেনের যোগান ছাড়া গঙ্গায় ৬ ঘণ্টা ডুবে রইলেন চা বিক্রেতা, তারপর...
পুলিশ সূত্রে খবর, মেয়ের গায়ের রঙের কালো এই অজুহাতে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য অত্যাচার, মারধর চলত৷ দু বছরের কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মুখ বুঝে সংসার করেন বধূ। বিয়ের সময় নগদ ২ লক্ষ টাকা, দাবি মতো সোনার অলঙ্কার দেওয়ার পরেও চলে অত্যাচার। গত রবিবার ওই বধূর বাবা জামাইষষ্ঠীতে নিমন্ত্রণ করেন মেয়ে ও জামাইকে।মেয়ে জামাই আসছে না দেখে খোঁজ নিয়ে জানতে পারেন মেয়ে নিখোঁজ। দেগঙ্গা থানার পুলিশকে জানান গৃহবধূর বাবা৷ পরের দিন সকালে সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফেরেন ওই গৃহবধূ৷ বামচোখ ফোলা, সারা গায়ে আঘাতের চিহ্ন! জিজ্ঞাসার পরে তিনি জানান, মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন৷ অসুস্থ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথ পুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।
advertisement
মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জিয়াউল আলম