TRENDING:

Doluakhaki Fire Incident: সেই দলুয়াখাকি'তে আবার‌ও বিধ্বংসী আগুন! এবার পুড়ে ছারখার গোটা কারখানা

Last Updated:

Doluakhaki Fire Incident: দলুয়াখাকি গ্ৰামের লস্কর পাড়ায় ভোররাতের দিকে, আনুমানিক ৩ টে নাগাদ রহমাতুল্লাহ লস্করের পোশাক তৈরির কারখানায় আগুন লাগে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আবারও অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার দলুয়াখাকি গ্রামে। মাস কয়েক আগে স্থানীয় এক তৃণমূল নেতার খুনকে কেন্দ্র করে কার্যত ধ্বংসলীলা চলে এই গ্রামে। দলুয়াখাকি গ্রামের সিপিএম সমর্থক বেশ কিছু পরিবারের বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সব হারিয়ে পথে এসে বসেছিল পরিবারগুলো। যদিও ক্ষতিগ্রস্তদের অনেকেই জানিয়েছিলেন তাঁরা কোন‌ও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। সেই ঘটনার স্মৃতি মোছার আগেই ফের অগ্নিকাণ্ড। এবার পুড়ে ছারখার হয়ে গেল লক্ষাধিক টাকার মেশিন ও জিনিসপত্র।
পুরে ছাই কারখানা সমস্ত সামগ্রী
পুরে ছাই কারখানা সমস্ত সামগ্রী
advertisement

দলুয়াখাকি গ্ৰামের লস্কর পাড়ায় ভোররাতের দিকে, আনুমানিক ৩ টে নাগাদ রহমাতুল্লাহ লস্করের পোশাক তৈরির কারখানায় আগুন লাগে। তাতে লক্ষাধিক টাকার সেলাই মেশিন ও তৈরি প্যান্ট সহ একাধিক জিনিস পত্র পুড়ে ছারখার হয়ে ‌যায়। গ্রামবাসীরা কোনমতে আগুন আয়ত্তে নিয়ে আসেন। কীভাবে ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি।

আর‌ও পড়ুন: বালুরঘাট কলেজে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

advertisement

এই গ্রামের বাসিন্দারা মূলত বিভিন্ন ধরনের প্যান্ট, মানিব্যাগ এই সব ধরনের সেলাইয়ের সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করেন। গ্রামের বহু বাড়িতে এই সেলাই করে তাঁদের সংসার চলে। তবে এবারের ঘটনার সঙ্গে রাজনৈতিক হিংসার যোগ নেই বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইলেকট্রিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গিয়েছে পোশাক তৈরির কারখানাটি।

advertisement

View More

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doluakhaki Fire Incident: সেই দলুয়াখাকি'তে আবার‌ও বিধ্বংসী আগুন! এবার পুড়ে ছারখার গোটা কারখানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল