TRENDING:

Dol Yatra 2022 : বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির! দোলের আগে উদ্যোগ এই স্কুলের ছাত্রীদের

Last Updated:

Dol Yatra 2022 : সাধারণত মানুষ ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক যুক্ত আবির ও রং। যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বক থেকে শুরু করে মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: আসন্ন দোল উৎসবকে সামনে রেখে ভেষজ আবির তৈরির কর্মশালা আয়োজিত হল রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে। দোল (Dol Yatra 2022) উৎসবকে কেন্দ্র করে সাধারণত সাধারণ মানুষ ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক যুক্ত আবির ও রং। যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বক থেকে শুরু করে মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গ। আর এবার সেই ট্র্যাডিশনের উল্টো পথে হাঁটার প্রচেষ্টা চালালো রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির!
বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির!
advertisement

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাসের ঐকান্তিক চেষ্টায় দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হল ভেষজ আবির তৈরির কর্মশালা। পালংশাক, বিট ,গাজর,হলুদ এবং অ্যারারুটের মিশ্রণে তৈরি হল ভেষজ আবির। এই ভেষজ আবির ব্যবহার করলে ক্ষতি হবে না ত্বকের। আর এই আবির তৈরি পদ্ধতি শেখার ফলে আগামী দিনে এটি বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে।

advertisement

আরও পড়ুন- অবশেষে এই হাসপাতালের করোনা ওয়ার্ড রোগী শূন্য! সংক্রমণ নিম্নমুখী, স্বস্তিতে মানুষ

শনিবার রানাঘাটের এই স্কুলে ভেষজ আবির তৈরি করাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।প্রসঙ্গত আর কয়েকদিন পরেই দোল পূর্ণিমা। দেশের অন্যতম একটি উৎসবের দিন। গোটা দেশেই সেদিন খেলা হবে দোল (Dol Yatra 2022) বা হোলি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেউ খেলবেন তরল রং দিয়ে কেউ বা আবির দিয়ে। কিন্তু বাজার চলতি যেসব রং বা আবির পাওয়া যায় বর্তমানে সেগুলির বেশির ভাগই একাধিক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। যা সাধারন মানুষ কিংবা পশুপাখির ত্বকের জন্যও ক্ষতিকর। সেই কারণে রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের এই মহান উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dol Yatra 2022 : বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির! দোলের আগে উদ্যোগ এই স্কুলের ছাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল