পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাসের ঐকান্তিক চেষ্টায় দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হল ভেষজ আবির তৈরির কর্মশালা। পালংশাক, বিট ,গাজর,হলুদ এবং অ্যারারুটের মিশ্রণে তৈরি হল ভেষজ আবির। এই ভেষজ আবির ব্যবহার করলে ক্ষতি হবে না ত্বকের। আর এই আবির তৈরি পদ্ধতি শেখার ফলে আগামী দিনে এটি বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে।
advertisement
আরও পড়ুন- অবশেষে এই হাসপাতালের করোনা ওয়ার্ড রোগী শূন্য! সংক্রমণ নিম্নমুখী, স্বস্তিতে মানুষ
শনিবার রানাঘাটের এই স্কুলে ভেষজ আবির তৈরি করাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।প্রসঙ্গত আর কয়েকদিন পরেই দোল পূর্ণিমা। দেশের অন্যতম একটি উৎসবের দিন। গোটা দেশেই সেদিন খেলা হবে দোল (Dol Yatra 2022) বা হোলি।
কেউ খেলবেন তরল রং দিয়ে কেউ বা আবির দিয়ে। কিন্তু বাজার চলতি যেসব রং বা আবির পাওয়া যায় বর্তমানে সেগুলির বেশির ভাগই একাধিক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। যা সাধারন মানুষ কিংবা পশুপাখির ত্বকের জন্যও ক্ষতিকর। সেই কারণে রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের এই মহান উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই।