আরও পড়ুন: গোটা রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে ট্রাক, বাড়ি থেকে বের হতে পর্যন্ত পারা যায় না!
সমস্ত কিছু নিয়েই ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন হচ্ছে মানুষ। সেই কারণে সিনথেটিক রং কিংবা কেমিক্যাল মেশানো আবির ত্যাগ করে ভেষজ আবির তৈরির দিকে বেড়েছে ঝোঁক। খাতড়ার আবির ব্যাবসায়ী বিলাস মল্লিক তৈরি করছেন ভেষজ আবির। তিনি জানান, কম দামী জিনিসের প্রতি মানুষের চাহিদাটা একটু বেশি। তবে আমাদের বাবাই আবির সবসময় চেষ্টা করে ইকো ফ্রেন্ডলি আবির তৈরি করতে। প্রায় ৩০ বছর ধরে আমরা কাজ করছি। আমাদের রঙের ঔজ্জ্বল্য কম হলেও ভেষজ আবির বানানোই মূল উদ্দেশ্য।
advertisement
গত ৩০ বছর ধরে দুই ভাই মিলে এই ব্যবসা চালাচ্ছেন। বর্তমানে দক্ষিণ বাঁকুড়ার জনপদগুলি হয়ে প্রত্যন্ত গ্রামে পর্যন্ত পৌঁছে যাচ্ছে বাবাই আবির। দোল ছাড়াও নির্বাচনে জেতার আনন্দ, বিয়ের অষ্টমঙ্গলাতে এবং পুজোতে ব্যবহারহয় আবির। সেক্ষেত্রে সারা বছরই আবির তৈরির কাজ চলতে থাকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন ধরণের ফুলের আবির তৈরির উপরেই তাঁরা বেশি জোর দিয়েছেন। খাতড়ার এই আবির তৈরির কারখানায় গিয়ে দেখা গেল, উপস্থিত সব কর্মীই কাজে ব্যস্ত, দম ফেলার ফুসরৎ নেই। একদিকে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবির তৈরি হচ্ছে।
নীলাঞ্জন ব্যানার্জী