আরও পড়ুন: চা বাগানে হলুদ রঙের ওটা কী পড়ে! কাছে যেতেই চোখ কপালে শ্রমিকদের
বাজার থেকে কিনে আনা কাঁচা সবজি দিয়েই ভেষজ আবির তৈরি করছেন সুদেবী। এই আবিরের মধ্যে কোনও কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না বলে জানান তিনি। কাটোয়া শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা সুদেবী। তিনি এবছর প্রথম এই পরিবেশবান্ধব আবির তৈরি করছেন। তবে তাঁর কথায় তিনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং নিজের মা কে উপহার দেওয়ার জন্য এই আবির তৈরি করছেন। এই কলেজ ছাত্রীর মা সুমিতা দত্ত’র বাজার চলতি রং ও আবিরে এলার্জি আছে। সেইসব গায়ে লাগলেই কিছুক্ষণ পর থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাই একপ্রকার বাধ্য হয়েই বহুদিন ধরে তিনি আর দোলের সময় রং খেলেন না।
advertisement
মায়ের এই সমস্যা দূর করতেই সুদেবী ভেষজ আবির তৈরির সিদ্ধান্ত নেয়। এবারের দোলে সে এই ভেষজ আবির মাকে উপহার দিতে চায়। সুমিতা দত্ত জানিয়েছেন, অনেকদিন পর মেয়ের তৈরি ভেষজ আবির দিয়ে তিনি এবার দোল খেলবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সুদেবী যে আবির তৈরি করেছেন তার ছোট প্যাকেটের দাম ১০ টাকা এবং বড় প্যাকেট ২০ টাকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আবিরের চাহিদা বাড়তে শুরু করেছে।
বনোয়ারীলাল চৌধুরী