মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব। গত দুই বছর করোনা সংক্রমনের কারণে সেভাবে উৎসব পালন করতে পারেনি মানুষ। এবছর করণা সংক্রমণ কিছুটা শিথিল হওয়ার কারণে আবারো বিভিন্ন মন্দিরের জাঁকজমক করেই চলছে হোলি উৎসব। নবদ্বীপ মায়াপুর ইসকনের পাশাপাশি মন্দিরেও হোলি উৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে মনিপুরী নিয়মে পালিত হচ্ছে উৎসব। তবে আজ মনিপুরী নিয়মে ন্যাড়াপোড়া। আগামীকাল দিনভর তারা রঙের খেলায় মেতে উঠবে। লকডাউন এর কারণে এভাবে মনিপুর থেকে মানুষ এসে অংশগ্রহণ করে তার তুলনায় এবছর অনেকটাই কম রয়েছে। আজ দোল পূর্ণিমা, বাঙালির বসন্ত উৎসব। বাংলার সমস্ত প্রান্ত আজ বিভিন্ন রঙের আভায় রঙিন হয়ে উঠেছে। দেশ-বিদেশ থেকে ছুটে এসেছে হাজারো হাজারো ভক্তরা নদিয়ার মন্দির নগরী মায়াপুর ধাম নবদ্বীপ ধামে। মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই লক্ষাধিক ভক্তের সমাগম মায়াপুরে৷
advertisement
আরও পড়ুন - দোলের রঙে রঙিন মহম্মদ শামির স্ত্রী,কন্যা- মেয়ের নাচের ভিডিও পোস্ট হাসিনের
আজকের দিনটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। সেই কারণেই গোটা দেশবাসী এই দিনটিতে হোলির উৎসব পালন করে। আজকের দিনটিতে চারটি মঞ্চ তৈরি করে মহাপ্রভুর অভিষেক ঘটানো হবে। মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, সারাদিন দফায় দফায় মহাপ্রভুর বিভিন্ন অনুষ্ঠান চলবে গোটা ইসকন জুড়ে।