TRENDING:

Dol Festival 2025: মণিপুরী ঘরানায় বৈচিত্রে সমৃদ্ধ, দেখতে আসুন নবদ্বীপে এই রাজবাড়ির প্রাচীন দোলযাত্রা পার্বণ

Last Updated:

Dol Festival 2025: এখানে অনুষ্ঠিত হয় মণিপুরী ঘরানার বিভিন্ন লোকসংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান, পাশাপাশি এই দোল উৎসবকে কেন্দ্র করে সুদুর মণিপুর রাজ্য থেকেও সমাগম ঘটে হাজার হাজার ভক্তরও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, নবদ্বীপ: নবদ্বীপ শহর জুড়ে রয়েছে মহাপ্রভুর স্মৃতি বিজাড়িত বহু স্থান ও মন্দির। তবে শহরের দক্ষিণাঞ্চলে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর এক ব্যাতিক্রমী মন্দির, আর এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস।শহরের মণিপুর এলাকায় রয়েছে এই মন্দির, যাকে সকলে অণুমহাপ্রভুর মন্দির বা পুরাতন রাজবাড়ি বলে চেনে।এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিতেও রয়েছে বৈশিষ্ট্য। ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় এই মন্দিরে পুজিত অণু মহাপ্রভুর এই প্রাচীন মূর্তিটি ১৭৯৮ সালে রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজ নবদ্বীপে নিয়ে আসেন।
advertisement

রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজের বর্তমান বংশধর তথা এই মন্দিরের সাধারণ সম্পাদক রাজকুমার তিকেন্দ্রজিৎ সিং জানান, ‘‘এই মন্দিরের যেমন একটা ইতিহাস আছে, পাশাপাশি আমাদের এই মন্দিরের যে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে তারও একটা ঐতিহ্য আছে।’’ তিনি আরও বলেন, ‘‘১৭৯৮ খ্রিস্টাব্দে মণিপুরের মহারাজ রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজ স্বপ্নাদেশ পেয়ে কাঁঠাল কাঠ দিয়ে নির্মিত অপরূপ এই অনুমহাপ্রভুর মূর্তিটি নবদ্বীপে নিয়ে আসেন। মূর্তিতে মণিপুরী শৈলীর প্রভাব সুস্পষ্ট দেখা যায়। রাজকুমার তিকেন্দ্রজিৎ সিং আরও জানান বর্তমানে তাঁরা মোট ছয় শরিক এখানে বসবাস করেন, বর্তমানে এখানে প্রায় একশো মণিপুরী সম্প্রদায়ের মানুষের বসবাস বলেও তিনি জানান।

advertisement

তবে উল্লেখযোগ্য ভাবে দোল উৎসবে থাকে বেশ কিছু ব্যাতিক্রমি অনুষ্ঠান ও নিয়মও। যেমন দোল উৎসবের আগের দিন সব জায়গায় ন্যাড়াপোড়া হলেও এখানে দোল পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয়। এরই সঙ্গে দোল উৎসবের কদিন এখানে অনুষ্ঠিত হয় মণিপুরী ঘরানার বিভিন্ন লোকসংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান, পাশাপাশি এই দোল উৎসবকে কেন্দ্র করে সুদুর মণিপুর রাজ্য থেকেও সমাগম ঘটে হাজার হাজার ভক্তরও। দোল উৎসবকে কেন্দ্র করে একাধারে যেমন নবদ্বীপে সমাগম ঘটেছে বহু ভক্ত ও পর্যটকদের, পাশাপাশি এই উৎসবকে ঘিরে মণিপুর রাজবাড়িতে বসবাসকারী বাসিন্দা ছাড়াও মণিপুর রাজ্য থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে এখানে উপস্থিত হয়েছেন।

advertisement

আরও পড়ুন : নিজের রাশি মিলিয়ে বাছুন হোলির রং-আবির! গুনে শেষ হবে না টাকা! যা ছোঁবেন, যেখানে হাত দেবেন…সোনা ফলবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মণিপুররাজ ভাগ্যচন্দ্রের কন্যা বিম্ববতী দেবীর সেবিত অণুমহাপ্রভুর শ্রী বিগ্রহ দর্শন করতে ও মণিপুরী ঘরানার বিভিন্ন লোকসংস্কৃতি অনুষ্ঠান দেখতে প্রতিদিন নবদ্বীপ শহরের পাশাপাশি পার্শ্ববর্তী বহু এলাকার মানুষের সমাগম ঘটে দোল উৎসবে। কারণ একাধারে যেমন মণিপুরী ঘরানার এই ধরনের ভক্তিমূলক ও লোকসংস্কৃতির অনুষ্ঠান সচরাচর দেখা মেলে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dol Festival 2025: মণিপুরী ঘরানায় বৈচিত্রে সমৃদ্ধ, দেখতে আসুন নবদ্বীপে এই রাজবাড়ির প্রাচীন দোলযাত্রা পার্বণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল