তবে এরই মধ্যে এক ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করল বৈঁচির আটচালা সংগঠন। যেখানে পিকনিক করা হয় পথ কুকুরদের নিয়ে। বর্ষবরণের মরশুমে যখন আনন্দে মেতে উঠেছেন সকলে সেখানে সেই আনন্দ ভাগ করে নিলেন কিছু যুবক-যুবতী মানুষের সব থেকে শ্রেষ্ঠ বন্ধু সারমেয়দের সঙ্গে।
advertisement
বৈঁচি গ্রামের আটচালা একটি সামাজিক সংগঠন। মানুষের জন্য তারা যেমন কাজ করেন, তেমনই পথ সারমেয়দের নিয়েও কাজ করেন। বিনামূল্যে জলাতঙ্ক টিকা, স্বাস্থ্য পরীক্ষা সবই করে থাকে। বর্ষবরণের আগে সেই সংগঠনের সদস্যরা এক অভিনব পিকনিকের আয়োজন করেন। মাংস-ভাত রান্না করে বৈঁচি গ্রামে বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে পথ সারমেয়দের খাওয়ানো হয়।
আরও পড়ুন: আপনার শরীরের কোথায় কোথায় তিল রয়েছে? দেহের এই অংশগুলিতে তিল থাকলে সৌভাগ্য কেউ রুখতে পারে না! জানুন
শতাধিক সারমেয় চেটেপুটে বনভোজন করে। সংগঠনের সদস্য জয় মুখোপাধ্যায় বলেন, ‘পথ সারমেয়দের জন্য আজকের দিনটা আমরা উপভোগ করলাম। সারা বছরই নানা কাজ করি। স্বাস্থ্য পরীক্ষা থেকে টিকা দেওয়া হয়। কিন্তু যাদের জন্য আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাদের কথা মাথায় রেখে তাদের জন্য বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ দিন।’
রাহী হালদার
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F