হাতি দেখে একটি কুকুর চীৎকার করতে থাকে। সেই অবস্থায় একটি হাতি উত্তেজিত হয়ে কুকুরটিকে তাড়া করে। সেই সময় ওই ব্যক্তি হাতির সামনে পড়ে যায়। হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। তারপর হাতিটি দলে ফিরে গেলে স্থানীয় মানুষজন ও বন দফতরের কর্মীরা উদ্ধার করে নায়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তিকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার।
advertisement
খড়গপুর বন বিভাগের ডিএফও মনীষ যাদব বলেন, “কেশবরেখা রেঞ্জে দলহাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”। জানা গিয়েছে, নয়াগ্রাম রেঞ্জে ৭টি হাতি ও কেশবরেখা রেঞ্জে তিনটি হাতি বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে।
এর মধ্যেই উড়িষ্যা থেকে আরও৫৪ থেকে ৫৫ টি হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। কারণ এই সময় ধান জমিতে পেকে রয়েছে ধান। দলহাতি পাকা ধানে জমিতে হানা দিলে চরম ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। যদিও বন দফতরের দাবি, হাতির গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে।
বুদ্ধদেব বেরা