TRENDING:

Animal News: হাতিদের দেখে কুকুরের চিৎকার! তারপর গ্রামে যা হল...

Last Updated:

ঝাড়গ্রাম জেলার খড়গপুর বনবিভাগের অন্তর্গত কেশবরেখা রেঞ্জে বৃহস্পতিবার ভোরে ওড়িশা থেকে ঢুকে পড়ে ৫৪ থেকে ৫৫ টি হাতির একটি দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : হাতির হানায় মৃত্যু হল এক গ্রামবাসীর। মৃত গ্রামবাসীর নাম বাদল মুর্মু (৩৮)। বাড়ি নয়াগ্রাম থানার অন্তর্গত খুদগড় গ্রামে। বৃহস্পতিবার সকালে দলহাতি হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ওড়িশার দিক থেকে ৫৪ থেকে ৫৫ টি হাতির একটি দল ঝাড়গ্রাম জেলার খড়গপুর বন বিভাগের অন্তর্গত কেশবরেখা রেঞ্জের বালিগেড়িয়া বিটে ঢুকে পড়ে। এলাকায় হাতি ঢুকেছে এই খবর ছড়িয়ে পড়তেই হাতি দেখার জন্য বেশ কিছু মানুষের জমায়েত হয় খুদগড় গ্রামে।
দল হাতির প্রতিকী ছবি
দল হাতির প্রতিকী ছবি
advertisement

হাতি দেখে একটি কুকুর চীৎকার করতে থাকে। সেই অবস্থায় একটি হাতি উত্তেজিত হয়ে কুকুরটিকে তাড়া করে। সেই সময় ওই ব্যক্তি হাতির সামনে পড়ে যায়। হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। তারপর হাতিটি দলে ফিরে গেলে স্থানীয় মানুষজন ও বন দফতরের কর্মীরা উদ্ধার করে নায়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তিকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার।

advertisement

আরও পড়ুনCelebrities Death Untold story: অভিশপ্ত জীবন! ৪ জনপ্রিয় বলিউড তারকার বাস-প্লেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, অকালে থেমেছিল কেরিয়ার

খড়গপুর বন বিভাগের ডিএফও মনীষ যাদব বলেন, “কেশবরেখা রেঞ্জে দলহাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”। জানা গিয়েছে, নয়াগ্রাম রেঞ্জে ৭টি হাতি ও কেশবরেখা রেঞ্জে তিনটি হাতি বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে।

advertisement

View More

এর মধ্যেই উড়িষ্যা থেকে আরও৫৪ থেকে ৫৫ টি হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। কারণ এই সময় ধান জমিতে পেকে রয়েছে ধান। দলহাতি পাকা ধানে জমিতে হানা দিলে চরম ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। যদিও বন দফতরের দাবি, হাতির গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Animal News: হাতিদের দেখে কুকুরের চিৎকার! তারপর গ্রামে যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল