TRENDING:

Doctors Agitation: মধ্যরাতে মহিলা ডাক্তারকে হুমকি! বর্ধমান মেডিক্যালে কর্মবিরতি ইন্টার্নদের

Last Updated:

Doctors Agitation: ফের অশান্তি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর আত্মীয়দের বচসার জেরে উত্তেজনা ছড়াল এই হাসপাতালে। সোমবার গভীর রাতে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন রোগীর আত্মীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের অশান্তি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর আত্মীয়দের বচসার জেরে উত্তেজনা ছড়াল এই হাসপাতালে। সোমবার গভীর রাতে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন রোগীর আত্মীয়রা। সেখানে কর্তব্যরত এক মহিলা ডাক্তারকে বাইরে বের হলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তারেরা। ঘটনার জেরে কর্মবিরতি শুরু করেছেন ইনটার্নরা।
কর্মবিরতি ইন্টার্নদের
কর্মবিরতি ইন্টার্নদের
advertisement

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, একজন রুগীর সঙ্গে  দশ থেকে বারোজন পরিবারের লোকজন ওয়ার্ডে ঢুকে যাচ্ছে। ফলে তাদের চিকিৎসা পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। এনিয়ে পরিবারের লোকেদের বলতে গেলে তাদের সাথে বচসায় জড়িয়ে পরছে রোগীর পরিজনরা। তাদের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন: আসছে ঘূর্ণাবর্ত…! প্রবল শক্তিশালী ঝড়-বৃষ্টি-বিপর্যয় সতর্কতা ১১ রাজ্যে! ভাসবে বাংলা? আইএমডি দিল বিরাট সতর্কতা-সঙ্কেত

advertisement

জুনিয়র ডাক্তারদের  অভিযোগ, ঘটনা ঘটার এক ঘণ্টা পরে কর্তব্যরত সিকিউরিটি ওয়ার্ডে যায়। এমনকি জুনিয়র ডাক্তারদের সাথে বচসায় জড়িয়ে পড়েন ঐ নিরাপত্তারক্ষীও। এরপরই জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার অভাব বোধ করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখায়।

হাসপাতালের নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে সরব হন রোগীর পরিবারের লোকজনেরও একাংশ। মঙ্গলবার সকালেও নিরাপত্তারক্ষীদের অভাব্য আচরণের প্রতিবাদে পুলিশ ক্যাম্পের সামনে জড়ো হয়ে কর্তব্যরত সিভিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: পার্থকে নিয়ে বড় সিদ্ধান্ত…! প্রাথমিক দুর্নীতি মামলায় বিরাট আপডেট! কী হতে চলেছে মঙ্গলবার?

জুনিয়র ডাক্তাররা বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজনের সময় নিরাপত্তা মিলছে না। সোমবার রাতে বার বার ডাকা সত্বেও গার্ডের দেখা মেলেনি। এই অবস্থার মধ্যে পড়তে হবে কেন? বিষয়টা আমরা মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল, সুপারকে জানিয়েছি। এরপর আমরা জেনারেল বডির বৈঠকে বসব। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অন্যদিকে রোগীর আত্মীয়রা বলছেন, রাতে রোগীর প্রয়োজনেই তাঁদের কাছে যেতে হয়। কিন্তু তখন সেখানে জুনিয়র ডাক্তার, নার্সদের দুর্ব্যবহারের মধ্যে পড়তে হয়। গত রাতে বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। রোগীর আত্মীয়রা সেই বিষয়টিই চিকিৎসকদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doctors Agitation: মধ্যরাতে মহিলা ডাক্তারকে হুমকি! বর্ধমান মেডিক্যালে কর্মবিরতি ইন্টার্নদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল