জানা গিয়েছে, এ দিন ভোরে খড়্গপুর থেকে গাড়িতে করে দিঘায় যাচ্ছিলেন ওই চিকিৎসক সহ পাঁচ জন। অভিযোগ, নারায়ণগড় থানার উকুনমারির কাছে একটি লরি ওভারটেক করতে গিয়ে গাড়িটির সামনের অংশে ধাক্কা মারে।
আরও পড়ুন: বউমার সঙ্গে ওটা কে? গোপন মুহূর্ত দেখে ফেলল শাশুড়ি! তারপরই ঘটে গেল হাড়হিম করা ঘটনা
advertisement
এর পরে লরিটিকে আটকান গৌতমবাবু সহ গাড়ির যাত্রীরা। তা সত্ত্বেও লরির চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই লরির সামনে পথ আটকে দাঁড়ান ওই চিকিৎসক। অভিযোগ, তখনই ওই চিকিৎসক ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁর উপর দিয়ে লরি চালিয়ে দেন চালক। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ৪৫ বছর বয়সি ওই চিকিৎসকের। আহত হন আরও দু' জন।
এই ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক লরিটি। চেষ্টা করেও লরিটিকে ধরতে পারেনি পুলিশ। আহত দু' জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য় মকরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরি এবং সেটির চালকের খোঁজ করছে নারায়ণগড় থানার পুলিশ।