TRENDING:

Doctor dead in accident: দিঘা যাওয়ার পথে গাড়িতে ধাক্কা, লরি আটকাতে গিয়ে চাকায় পিষ্ট চিকিৎসক

Last Updated:

এ দিন ভোরে খড়্গপুর থেকে গাড়িতে করে দিঘায় যাচ্ছিলেন ওই চিকিৎসক সহ পাঁচ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শঙ্কর রাই, নারায়ণগড়: গাড়িতে ধাক্কা মেরেছিল বেপরোয়া লরি। সেই লরিকে আটকাতে গেলে তার চাকাতেই পিষ্ট হলেন এক চিকিৎসক। দিঘা বেড়াতে যাওয়ার পথে নৃশংস এই ঘটনার শিকার হলেন গৌতম মুখোপাধ্য়ায় নামে এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে।
সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে।
সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে।
advertisement

জানা গিয়েছে, এ দিন ভোরে খড়্গপুর থেকে গাড়িতে করে দিঘায় যাচ্ছিলেন ওই চিকিৎসক সহ পাঁচ জন। অভিযোগ, নারায়ণগড় থানার উকুনমারির কাছে একটি লরি ওভারটেক করতে গিয়ে গাড়িটির সামনের অংশে ধাক্কা মারে।

আরও পড়ুন: বউমার সঙ্গে ওটা কে? গোপন মুহূর্ত দেখে ফেলল শাশুড়ি! তারপরই ঘটে গেল হাড়হিম করা ঘটনা

advertisement

এর পরে লরিটিকে আটকান গৌতমবাবু সহ গাড়ির যাত্রীরা। তা সত্ত্বেও লরির চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই লরির সামনে পথ আটকে দাঁড়ান ওই চিকিৎসক। অভিযোগ, তখনই ওই চিকিৎসক ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁর উপর দিয়ে লরি চালিয়ে দেন চালক। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ৪৫ বছর বয়সি ওই চিকিৎসকের। আহত হন আরও দু' জন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক লরিটি। চেষ্টা করেও লরিটিকে ধরতে পারেনি পুলিশ। আহত দু' জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য় মকরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরি এবং সেটির চালকের খোঁজ করছে নারায়ণগড় থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doctor dead in accident: দিঘা যাওয়ার পথে গাড়িতে ধাক্কা, লরি আটকাতে গিয়ে চাকায় পিষ্ট চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল