প্রায় ১০০ বছরের পুরনো এই পারিবারিক দুর্গোৎসবে একসময় প্রতিমাপুজো হলেও পরবর্তীতে পারিবারিক কিছু সমস্যার কারণে ঘটপুজোয় সীমাবদ্ধ হয়ে পড়ে। কিন্তু ছোটবেলা থেকেই মাটির প্রতিমা গড়ার প্রতি আগ্রহ ছিল অনুপমের। স্কুল থেকে ফেরার পথে মৃৎশিল্পীদের কাজে নজর রাখতেন তিনি। ডাক্তারি পাশ করে ২০১৬ সালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করার পর থেকেই তিনি হাতে কলমে সেই শখকে বাস্তবে রূপ দেন। সেই বার থেকেই ঘটের বদলে তাঁর গড়া প্রতিমাতেই পুজো শুরু হয়। এবছর নবম বর্ষেও সেই ধারা যেন অব্যাহত।
advertisement
আরও পড়ুন: পুজো আয়োজকদের সামনে অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে হাজির দমকল কর্মীরা! আচমকা হলটা কী মুর্শিদাবাদে! জানুন
বর্তমানে চিকিৎসক অনুপম ধর কর্মরত রয়েছেন উত্তর ২৪ পরগনার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। ব্যস্ত চিকিৎসক জীবনের ফাঁকেও সময় বের করে প্রতিমা গড়েছেন তিনি। তাঁর স্ত্রী ইন্দ্রানীও একজন চিকিৎসক, তবে স্বামীর শখকে ভালবেসেই সব রকম ভাবে পাশে দাঁড়িয়েছেন তিনিও। হাতে হাতে ঠাকুর গড়তে তাই সাহায্য মিলছে পরিবারের সকলেরই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চিকিৎসকের হাতে গড়া এই প্রতিমা দেখতে ইতিমধ্যেই আশপাশের প্রতিবেশী, আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবদের ভিড় জমতে শুরু করেছে ভদ্রবাড়িতে। চলছে উৎসবের প্রস্তুতি, চিকিৎসক শিল্পীর হাতেই সেজে উঠছেন দেবী দুর্গা।