TRENDING:

Arunima Paul: অরুণিমার হাতে মানুষের কামড়েরই দাগ! লিখে দিলেন সরকারি হাসপাতালের চিকিৎসক

Last Updated:

পুলিশের পক্ষ থেকে অবশ্য অরুণিমার বিরুদ্ধেও পাল্টা ওই পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ তোলা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অরুণ ঘোষ, ব্যারাকপুর: টেট চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে মানুষের কামড়েরই দাগ রয়েছে৷ অরুণিমাকে পরীক্ষা করার পর প্রেস্ক্রিপসনে স্পষ্ট লিখে দিলেন সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক৷ যার ফলে অরুণিমার হাতে পুলিশের কামড়ে দেওয়ার অভিযোগ আরও জোরালো হল৷ যদিও অরুণিমার বিরুদ্ধে পাল্টা অভিযুক্ত পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷
অরুণিমার হাতে মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে কামড়ে দেওয়ার অভিযোগ৷
অরুণিমার হাতে মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে কামড়ে দেওয়ার অভিযোগ৷
advertisement

গত বুধবার ক্যামাক স্ট্রিটে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অংশ নেন অরুণিমা পাল৷ অভিযোগ, বিক্ষোভ সরাতে গিয়ে বেবি তামাং নামে এক মহিলা কনস্টেবল অরুণিমার হাতে কামড়ে দেন৷ এই অভিযোগ সামনে আসতেই তীব্র বিতর্ক ছড়ায়৷ অভিযোগের আঙুল ওঠে বেবি তামাং নামে পুলিশের এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে৷

আরও পড়ুন: 'আমার হাতেও কামড়াতে পাঠানো হয়েছিল,' শুভেন্দুর নিশানায় বেবি তামাং

advertisement

পুলিশের পক্ষ থেকে অবশ্য অরুণিমার বিরুদ্ধেও পাল্টা ওই পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ তোলা হয়৷ অরুণিমাকে গ্রেফতারও করে পুলিশ৷ শেষ পর্যন্ত গতকাল আদালত থেকে জামিন পান অরুণিমা৷

আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার রাতে বেলঘড়িয়ায় বাপের বাড়িতে আসেন অরুণিমা৷ এ দিন সকালে ফের হাতে যন্ত্রণা শুরু হয় তাঁর৷ তখনই কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় অরুণিমাকে৷ অরুণিমার হাতের ক্ষত পরীক্ষার পর প্রেস্ক্রিপসনে চিকিৎসক স্পষ্ট লিখে দেন, মানুষেক কামড়ের দাগ রয়েছে অরুণিমার হাতে৷ ওষুধ, ইঞ্জেকশন লিখে দেওয়ার পাশাপাশি অরুণিমাকে আটচল্লিশ ঘণ্টা বিশ্রামের পরামর্শও দেন চিকিৎসক৷

advertisement

আরও পড়ুন: বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের, ইডি-র এক সমনেই সমস্যা বাড়তে পারে কয়েক গুণ!

এ দিনই অরুণিমার বাড়িতে যায় বিজেপি-র প্রতিনিধি দল৷ অরুণিমার এ দিনও টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে কলকাতায় আসার কথা ছিল৷ কিন্তু শরীর খারাপ থাকায় সকালে আসতে পারেননি তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুলিশের সূত্রে দাবি করা হয়েছিল, অরুণিমা যে ওই মহিলা কনস্টেবলকে কামড়ে দিয়েছেন, ডাক্তারি পরীক্ষায় তার প্রমাণ মিলেছে৷ ঘটনার দিন রাতে অরুণিমাকেও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করিয়েছিল পুলিশ৷ যদিও সেই মেডিক্যাল রিপোর্টে কী এসেছিল, তা জানা যায়নি৷ এবার সরকারি হাসপাতালের চিকিৎসকই অরুণিমার হাতে মানুষের কামড়ের দাগের কথা লিখে দেওয়ার পর পুলিশের তরফে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arunima Paul: অরুণিমার হাতে মানুষের কামড়েরই দাগ! লিখে দিলেন সরকারি হাসপাতালের চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল