তাঁর তৈরি চরিত্রের নাম ” বঙ্কু ডাক্তার “। বাঁকুড়ার চিকিৎসক ডাঃ সায়ন পাল ” বঙ্কুডাক্তার ” চরিত্রটির উপর নিয়মিত কমিকস এঁকে চলেছেন একটি প্রখ্যাত বাংলা মাসিক পত্রিকায়। পেয়েছেন একাধিক রাজ্যস্তরীয় পুরস্কার। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক রাজ্যস্তরীয় “দিলীপ স্মৃতি” পুরস্কার পেয়েছেন পত্রভারতী প্রকাশনা থেকে। বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডাঃ সায়ন পাল বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন । তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে M.B.B.S এবং IPGMER থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর MD ডিগ্রি অর্জন করেছেন। বিদ্যালয় থেকেই কমিক্সে আগ্রহী তিনি ।
advertisement
২০১৪ সালে পত্র ভারতী প্রকাশনা আয়োজিত রাজ্যব্যাপী নবীন কমিকস সাহিত্য প্রতিযোগিতায় সায়ন প্রথম স্থান লাভ করেন। ধীরে ধীরে “বঙ্কুডাক্তার” ছাড়াও সায়নের সৃষ্ট অন্যান্য কমিক্স চরিত্রগুলি হল পটলবাবু ( ওয়েব কমিকস ), কনস্টেবল মাখনলাল ( জলফড়িং) এবং উদয়পুরে হুলুস্থুলু ( অন্তরীপ)। সায়ন পালের কমিক্স-এর মাধ্যমে বার বার উঠে এসেছে বাঁকুড়া। এমনকি “বঙ্কু ডাক্তার” চরিত্রটি নিজে বাঁকুড়ার লোকপুরের বাসিন্দা। ৮ থেকে ৮০ প্রত্যেকেই পড়তে পারবেন এই কমিক্সগুলি। যেমন মাস্কপরা বঙ্কুডাক্তারে উঠে এসেছে covid 19 এর কথা।
মানসিক অসুস্থতা, কর্মক্ষেত্রের চাপ ও হতাশার মতো বিষয়ও উঠে এসেছে তাঁর কমিক্সে। এভাবেই ডাঃ সায়ন পাল নিজের কমিক্সের মাধ্যমে তুলে ধরেন সামাজিক চিন্তা ধারা। বঙ্কু ডাক্তার ওরফে ডাক্তার সায়ন পালের কাজ আজকের নয়। স্কুল জীবন থেকে একটি প্যাশনকে তাড়া করতে করতে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন তিনি।