TRENDING:

East Bardhaman News: বর্ধমানের 'কার্জন গেট'-এর গোপন ইতিহাস জানেন? সত্যিটা জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

East Bardhaman News: এটি কার্জন গেট নামেই পরিচিত। তবে এখনও অনেকেই হয়তো জানেন না এই কার্জন গেটের নাম কখনওই কার্জন গেট ছিল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বর্ধমানের শহরের কার্জন গেট। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের মূল আইকন যেন এই কার্জন গেট। অনেকেই আবার শহরের প্রাণকেন্দ্রও বলে থাকেন। আজও শহরবাসী তথা জেলার আমজনতার কাছে এটি কার্জন গেট নামেই পরিচিত। তবে এখনও অনেকেই হয়তো জানেন না এই কার্জন গেটের নাম কখনওই কার্জন গেট ছিল না! এবার প্রশ্ন হচ্ছে যদি এই নাম না থাকে তাহলে সকলে এটাকে কার্জন গেট কেনও বলেন? এই প্রশ্নের উওর জানতে গেলে সর্বপ্রথম জেনে নিতে হবে কিছু সংক্ষিপ্ত ইতিহাস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম এন্ড আর্ট গ্যালারির ইনচার্জ তথা গবেষক শ্যামসুন্দর বেরার কথায়, বর্ধমানের যেটা মূল আইকন সেটা হচ্ছে কার্জন গেট।
কার্জন গেট 
কার্জন গেট 
advertisement

তিনি বলেন, এই কার্জন গেট তৈরি হয়েছিল মূলত বর্ধমানের রাজা বিজয়চাঁদের রাজ্যাভিষেক উপলক্ষে। আর এই রাজ্যাভিষেক অনুষ্ঠানটি হয়েছিল ১৯০৩ সালের ১০ই ফেব্রুয়ারি। এই অনুষ্ঠান উপলক্ষে লর্ড কার্জন বর্ধমানে আমন্ত্রিত ছিলেন এবং তার আগমনকে স্মরণীয় করে রাখতে, লর্ড কার্জনকে ওয়েলকাম করার জন্যই এই কার্জন গেট তৈরি করেছিলেন বর্ধমানের রাজা বিজয়চাঁদ। যদিও কোনও কালেই এই কার্জন গেটের নাম কার্জন গেট ছিল না। কিন্তু এখনও আমজনতার কাছে এটি কার্জন গেট নামে পরিচিত। শ্যামসুন্দর বাবু এই প্রসঙ্গে বলেন, ‘যখন এটি তৈরি হয়েছিল তখন নাম ছিল ‘স্টার অফ ইন্ডিয়া’। পরবর্তীকালে স্বাধীনতার পরে প্রতিষ্ঠাতার নাম অনুসারে এর নাম হয় বিজয়তোরণ।’

advertisement

আরও পড়ুন-১২ বছর পর মহাজাগতিক মিলনে কাঁপবে ত্রিলোক…! সূর্য-বুধ-বৃহস্পতির মহাযোগে ৫ রাশি ‘রাজা’, ত্রিগ্রহী যোগে মালামাল, লাগবে ‘লটারি’, সোনায় মুড়বে কপাল!

লর্ড কার্জন সেই সময় বর্ধমানে আমন্ত্রিত ছিলেন কিন্তু সেই সময় তিনি আসতে পারেননি। তিনি পরের বছর ১৯০৪ সালে বর্ধমানে এসেছিলেন। আর রাজ্যাভিষেক অনুষ্ঠানে বর্ধমানে এসেছিলেন ব্রিটিশ প্রতিনিধি বার্ডেলিয়ান। এই ইতিহাস প্রসঙ্গে শ্যামসুন্দর বাবু আরও জানিয়েছেন, ‘ইতিহাস হল বর্তমান এবং অতীতের অসমাপ্ত কথোপকথন। বিভিন্ন পুরনো ঐতিহাসিক জিনিস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম জানানোর কাজ করে ইতিহাস। ইতিহাস প্রত্যেকটা মানুষের জানার প্রয়োজন রয়েছে।’

advertisement

আরও পড়ুন-জুনেই খুলবে ভাগ্য…! ১৮ বছর পর কেতু-বুধের বিরল সংযোগ! টাকার খনিতে ৫ রাশি, ধন-সম্পদের ফোঁয়ারা, পাবে কুবেরের ধন

সব মিলিয়ে বর্ধমান শহরের এই প্রাণকেন্দ্র কার্জন গেটের আসল নাম হল বিজয়তোরণ। আর প্রথম যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন নাম ছিল স্টার অফ ইন্ডিয়া। তবে আসল নাম বিজয়তোরণ হলেও আজও লোকমুখে কার্জন গেট নামটিই বহুল পরিচিত। এখনও শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীন ইতিহাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানের 'কার্জন গেট'-এর গোপন ইতিহাস জানেন? সত্যিটা জানলে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল