রেশনে দেওয়া আটা নিয়ে অভিযোগ আসতেই নড়েচড়ে বসল বাঁকুড়া জেলা প্রশাসন । গত সপ্তাহে বাঁকুড়ার জঙ্গলমহলের একাধিক রেশন দোকান পরিদর্শনের সময় গ্রাহকরা আটার গুণগত মান নিয়ে বিস্তর অভিযোগ জানায় বাঁকুড়ার জেলা শাসককে । সেই অভিযোগ আসতেই এদিন সকাল থেকে বাঁকুড়ার একের পর এক আটা কলে হানা দিয়ে নমুনা সংগ্রহ করলেন জেলা শাসক উমাশঙ্কর এস ও খাদ্য দফতরের আধিকারিকরা ।
advertisement
বিভিন্ন রেশন দোকান থেকে বিক্রি করা প্যাকেটজাত আটার গুণগত মান নিয়ে ভুরি ভুরি অভিযোগ গ্রাহকদের । প্যাকেটজাত আটায় আটার তুলনায় ভুষির পরিমান বেশি থাকার অভিযোগ যেমন আছে তেমনই অত্যন্ত নিম্ন মানের গম দিয়ে আটা তৈরি করার অভিযোগও জানানো হয়েছে ।
গ্রাহকদের একাংশের দাবি মাঝে মধ্যেই খাওয়ার অযোগ্য আটা সরবরাহ করা হয় রেশন দোকানের মাধ্যমে । রবিবার এই অভিযোগের সত্যতা খুঁজে দেখতে বাঁকুড়ার জঙ্গলমহলের একাধিক রেশন দোকানে হঠাৎ হানা দেন বাঁকুড়ার জেলা শাসক উমাশঙ্কর এস । ওই দোকানগুলির আটার গুণগত মান খারাপ হওয়ায় রেশন দোকানগুলিতে আটা সরবরাহকারী আটা কলগুলিতে হানা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাঁকুড়া জেলা প্রশাসন ।
সংগ্রহ করা নমুনাগুলি রাজ্যস্তরের ল্যাবে পাঠিয়ে তার খাদ্য মান যাচাই করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক । গুণগত মান ঠিক না থাকলে সেক্ষেত্রে আটা কলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক ।