সনাতন ধর্মীয় মতে দীপাবলীর দিন প্রদীপ কিংবা মোমবাতি জ্বালালে মঙ্গল হয়ে থাকে পরিবারের সকলের। তবে বর্তমানে প্রদীপ কিংবা মোমবাতির ঝামেলা অনেকেই নিতে চাইছেন না। তার বদলে বাজার দখল করে নিয়েছে বৈদেশিক নানান ধরনের চিনা আলো। টুনি লাইট থেকে শুরু করে এলইডি লাইটের এখন রমরমা বাজার। আর তাই কিনতেই হিরিক মানুষের মধ্যে।
advertisement
১০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা বিভিন্ন দামের বিভিন্ন ধরনের চীনা আলো মিলছে জেলার বিভিন্ন ইলেকট্রিকের দোকানে। শুধু ইলেকট্রিকের দোকান নয় বিভিন্ন মানুষেরা দীপাবলীর এই কয়েকটা দিন এই সমস্ত বৈদেশিক বিদ্যুৎ আলো বাইরে থেকে কিনে এনে তা বিক্রি করছেন জেলার বিভিন্ন প্রান্তে। বিভিন্ন ধরনের আলোর মালা সাজানো রয়েছে দোকানে, যার গুণগত মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। আর এই টুনি লাইট, এলইডি লাইটের যুগেই মোমবাতি কিংবা প্রদীপের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন অনেকেই।
যদিও দীপাবলি এবং ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালানোর রীতি কিছুটা বজায় রয়েছে বিভিন্ন পরিবারে। সেই নিয়ম রক্ষার্থে এখনও ঐ দিনগুলিতে কিছুটা হলেও প্রদীপ ও মোমবাতি বিক্রি হয়ে থাকে তবে তা সামান্যই। সাধারণ মানুষের আসল ঝোঁক এখন টুনি লাইট ও এলইডি লাইটের দিকেই।
Mainak Debnath