TRENDING:

Diwali 2024: ভূত চতুর্দশীর আগেই কিনে ফেলুন! দাম মাত্র ১০ টাকা থেকে শুরু...

Last Updated:

Diwali 2024: ১০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা বিভিন্ন দামের বিভিন্ন ধরনের চিনা আলো মিলছে জেলার বিভিন্ন ইলেকট্রিকের দোকানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: সামনেই দীপাবলি, আর দীপাবলি মানেই আলোর উৎসব। দীপাবলির দিন গোটা দেশ আলোকিত হয়ে ওঠে। ধনী থেকে দরিদ্র প্রত্যেকেই দীপাবলির দিন রঙিন আলো জ্বালান তাদের বাড়িতে। কেউ জ্বালান প্রদীপ, কেউ মোমবাতি কেউবা আবার ইলেকট্রিকের বিভিন্ন বাতি।
advertisement

সনাতন ধর্মীয় মতে দীপাবলীর দিন প্রদীপ কিংবা মোমবাতি জ্বালালে মঙ্গল হয়ে থাকে পরিবারের সকলের। তবে বর্তমানে প্রদীপ কিংবা মোমবাতির ঝামেলা অনেকেই নিতে চাইছেন না। তার বদলে বাজার দখল করে নিয়েছে বৈদেশিক নানান ধরনের চিনা আলো। টুনি লাইট থেকে শুরু করে এলইডি লাইটের এখন রমরমা বাজার। আর তাই কিনতেই হিরিক মানুষের মধ্যে।

advertisement

আরও পড়ুন-তোলপাড় হবে বিশ্ব ব্রহ্মাণ্ড…! শনি-বৃহস্পতির বিরল সংযোগে ৩ রাশি ‘মালামাল’, দীপাবলিতে ঘুরবে ভাগ্যের চাকা

১০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা বিভিন্ন দামের বিভিন্ন ধরনের চীনা আলো মিলছে জেলার বিভিন্ন ইলেকট্রিকের দোকানে। শুধু ইলেকট্রিকের দোকান নয় বিভিন্ন মানুষেরা দীপাবলীর এই কয়েকটা দিন এই সমস্ত বৈদেশিক বিদ্যুৎ আলো বাইরে থেকে কিনে এনে তা বিক্রি করছেন জেলার বিভিন্ন প্রান্তে। বিভিন্ন ধরনের আলোর মালা সাজানো রয়েছে দোকানে, যার গুণগত মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। আর এই টুনি লাইট, এলইডি লাইটের যুগেই মোমবাতি কিংবা প্রদীপের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন অনেকেই।

advertisement

View More

আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ…! রেহাই নেই বাংলার! ১৭ জেলায় তুলকালাম ঝড়-বৃষ্টি! কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় খবর

যদিও দীপাবলি এবং ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালানোর রীতি কিছুটা বজায় রয়েছে বিভিন্ন পরিবারে। সেই নিয়ম রক্ষার্থে এখনও ঐ দিনগুলিতে কিছুটা হলেও প্রদীপ ও মোমবাতি বিক্রি হয়ে থাকে তবে তা সামান্যই। সাধারণ মানুষের আসল ঝোঁক এখন টুনি লাইট ও এলইডি লাইটের দিকেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diwali 2024: ভূত চতুর্দশীর আগেই কিনে ফেলুন! দাম মাত্র ১০ টাকা থেকে শুরু...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল