সাধারণ মানুষের মধ্যে পুরনো ধারণা বদলাতে, পরিবেশ সম্পর্কে সচেতন করে মানুষকে আলোর উৎসবে মেতে ওঠার আহ্বান জানিয়ে প্রায় সাত বছর ধরে ফানুস ফেস্টিভালের আয়োজন। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে গত সাত বছর ধরে এই ফানুস ফেস্টিভালের আয়োজন করেছে চলো পাল্টাই কমিউনিটি। এলাকার বেশ কয়েকজন যুবক-যুবতী মিলে পরিবেশ সচেতনতায় গড়ে তুলেছিল এই সংগঠন। এরপর আলোর উৎসবে মানুষকে সচেতন করতে তাদের এই বিশেষ উৎসবের আয়োজন।
advertisement
প্রতিবছর ধরে তাদের এই আয়োজন ক্রমশ বাড়ছে। এই বছরের আয়োজনে সকলে মিলে প্রায় দেড় হাজারেরও বেশি ফানুস উড়িয়েছে। এলাকার আট থেকে আশি সকলেই অংশ নিয়েছে এই উৎসবে। অন্যান্য মেলা অনুষ্ঠানের পাশাপাশি এই বিশেষ আয়োজন নজর কেড়েছে সকলের। প্রসঙ্গত, পুলিশ প্রশাসনের তরফে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহারে বাধা রয়েছে। এই শব্দবাজি পরিবেশের নানাবিধ ক্ষতি করে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এই ফানুস ফেস্টিভ্যালের আয়োজন। বিনামূল্যে এই ফানুস সকলের মধ্যে বিতরণ করে একই মাঠে ফানুস উড়িয়ে এই উৎসব পালন সংগঠনের।
যুবক যুবতীদের এই উদ্যোগে শামিল হয়েছে পুলিশ প্রশাসনের অধিকর্তারা। সস্ত্রীক ফানুস উড়িয়ে আলোর উৎসব পালন করেছেন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকও। স্বাভাবিকভাবে পরিবেশ রক্ষার যুবক-যুবতীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। সমাজের প্রতি তাদের বার্তা এবং পরিবেশ সম্পর্কে সচেতনায় মুগ্ধ সকলে।
রঞ্জন চন্দ