তবে এই মোমবাতির খবর শুনলে অবাক হবেন। আজ থেকেই এই মোমবাতি যদি আপনি জ্বালিয়ে দেন, তাহলে কালী পুজোর পরেও তা জ্বলতে থাকবে। সম্প্রতি বাজারে দেখা মিলেছে জাম্বো মোমবাতির। এই মোমবাতিগুলি এক একটি পাঁচ ফুট, ছয় ফুট উচ্চতা বিশিষ্ট। এক একটি মোমবাতির ওজন ১২ থেকে ১৪ কেজি। এই মোমবাতি যদি আপনি একবার জ্বালিয়ে দেন, তা টানা ১৫ দিন ধরে জ্বলতে থাকবে।
advertisement
যদিও তার জন্য আপনাকে পকেট থেকে টাকা খরচ করতে হবে মোটা পরিমানে। ৫ ফুট বা তার বেশি উচ্চতা বিশিষ্ট এই ধরনের মোমবাতিগুলি কিনতে গেলে আপনাকে প্রায় সাড়ে চার হাজার টাকা খরচ করতে হবে। যদিও কম দামের মোমবাতিও রয়েছে। দু’ফুট বা তিন ফুটের মোমবাতিও আপনি এখানে পেয়ে যাবেন যেগুলি টানা তিন দিন অথবা সাত দিন ধরে জ্বলতে থাকবে।
আরও পড়ুন: ঘন ঘন জোয়ান খান? শরীরে এর ফলে কী হয় জানলে চমকে যাবেন!
তবে এই মোমবাতি যদি আপনি কিনতে চান, তাহলে বেশি দেরি করলে হবে না। বুদবুদের কাছে একটি দোকানে আপনি এই বিশাল বিশাল মোমবাতিগুলি পেয়ে যাবেন। কিন্তু এই বিক্রেতা নির্দিষ্ট কিছু পরিমাণে এই বিশাল আকারের মোমবাতিগুলি এনে রাখেন। বিক্রেতা জানিয়েছেন, কালী পুজোর সময় এই বিশাল মোমবাতি গুলির চাহিদাও থাকে দারুণ। তাই আপনি যদি এই বিশাল মোমবাতি কিনতে চান, তাহলে এখন থেকেই যোগাযোগ করতে হবে বিক্রেতার সঙ্গে। যদিও আপনি ওই দোকানে পাঁচ টাকা দামের মোমবাতি থেকে শুরু করে ছোট ছোট অন্য মোমবাতিও পেয়ে যাবেন।
Nayan Ghosh