সূত্র মারফত জানা যায়, দু’বছর আগে সামাজিকভাবে বিয়ে হলেও, শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা ও অযৌক্তিক শর্ত মেনে নিতে না পেরে রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয় ওই যুবকের। আর তারপরেই নতুন জীবনের সূচনায় অভিনব উদযাপন।
এই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। তবে যুবকের বক্তব্য স্পষ্ট, ভালবাসা ছিল, কিন্তু সংসার টিকল না। শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক নির্যাতন সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। মাত্র দুই বছরে পাঁচ-ছ’বার সালিশি সভা বসেছে। মেয়ের মা ও মেয়ে দাবি করতেন ছেলে যেন নিজের পরিবারের কারোর সঙ্গেই না চলাফেরা করে।
advertisement
এমন অযৌক্তিক শর্ত না মানতেই শুরু হয় অশান্তি। পরবর্তীতে শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা এবং একাধিক সালিশি সভার পর রবিবার রাতে হয় মিউচুয়াল ডিভোর্স। এসব মানা সম্ভব ছিল না। তাই শেষমেশ রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হল। তারপরেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: ইচ্ছে থাকলে মানুষ সব পারে! প্রমাণ দিলেন জাল টেনে মাছ ধরা কাঁথির যাদব, আজ তিনি IIT-র প্রফেসর
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে বিবাহ-বিচ্ছেদের সংখ্যা। পারিবারিক অশান্তি কিংবা মানসিক চাপ বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই বিবাহ-বিচ্ছেদের হার বেড়ে গিয়েছে উল্লেখযোগ্য হারে। এর আগেও একাধিক বার বিবাহ-বিচ্ছেদের পর উদযাপন করতে দেখা গেলেও মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই যুবকের এই অভিনব উদযাপন দেখে হতবাক সকলেই।