TRENDING:

Divorce Viral Video: ডিভোর্স উদযাপনে শুদ্ধিকরণ! বালতি বালতি দুধ এনে এ কী কাণ্ড যুবকের, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Divorce Viral Video: দু’বছর আগে সামাজিকভাবে বিয়ে হলেও, শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা ও অযৌক্তিক শর্ত মেনে নিতে না পেরে রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয় ওই যুবকের। তারপর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিহরপাড়া, কৌশিক অধিকারী: বালতি বালতি দুধ ঢেলে বিবাহ-বিচ্ছেদ উদযাপন। মুর্শিদাবাদে ডিভোর্সের পর দেখা গেল এমনই এক অভিনব দৃশ্য। বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন এক যুবক।
advertisement

সূত্র মারফত জানা যায়, দু’বছর আগে সামাজিকভাবে বিয়ে হলেও, শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা ও অযৌক্তিক শর্ত মেনে নিতে না পেরে রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয় ওই যুবকের। আর তারপরেই নতুন জীবনের সূচনায় অভিনব উদযাপন।

এই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। তবে যুবকের বক্তব্য স্পষ্ট, ভালবাসা ছিল, কিন্তু সংসার টিকল না। শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক নির্যাতন সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। মাত্র দুই বছরে পাঁচ-ছ’বার সালিশি সভা বসেছে। মেয়ের মা ও মেয়ে দাবি করতেন ছেলে যেন নিজের পরিবারের কারোর সঙ্গেই না চলাফেরা করে।

advertisement

আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন

View More

এমন অযৌক্তিক শর্ত না মানতেই শুরু হয় অশান্তি। পরবর্তীতে শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা এবং একাধিক সালিশি সভার পর রবিবার রাতে হয় মিউচুয়াল ডিভোর্স। এসব মানা সম্ভব ছিল না। তাই শেষমেশ রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হল। তারপরেই এই সিদ্ধান্ত।

advertisement

আরও পড়ুন: ইচ্ছে থাকলে মানুষ সব পারে! প্রমাণ দিলেন জাল টেনে মাছ ধরা কাঁথির যাদব, আজ তিনি IIT-র প্রফেসর

উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে বিবাহ-বিচ্ছেদের সংখ্যা। পারিবারিক অশান্তি কিংবা মানসিক চাপ বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই বিবাহ-বিচ্ছেদের হার বেড়ে গিয়েছে উল্লেখযোগ্য হারে। এর আগেও একাধিক বার বিবাহ-বিচ্ছেদের পর উদযাপন করতে দেখা গেলেও মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই যুবকের এই অভিনব উদযাপন দেখে হতবাক সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Divorce Viral Video: ডিভোর্স উদযাপনে শুদ্ধিকরণ! বালতি বালতি দুধ এনে এ কী কাণ্ড যুবকের, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল