এইরকমই ধনিয়াখালিতে যান আধিকারীকরা। ধনিয়াখালির মানিকপুরে একটি স্কুলে গিয়ে কেমন পড়াশোনা হচ্ছে তার খোঁজ নেন। স্কুলে এসে জেলাশাসক নিজেই বোর্ডে পড়া বোঝাতে শুরু করেন বাচ্চাদের। একইসঙ্গে পদার্থবিদ্যার পড়াও ধরেন, যদি কেউ কিছু বুঝতে না পারে তার জন্য বোর্ডে লিখে বুঝিয়ে দেন। জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। বেঞ্চে বসে ছাত্রদের থেকে পড়া বুঝে নেন তারা।
advertisement
আরও পড়ুন: ‘টমুর সন্ধান চাই’! শহর ছয়লাপ পোস্টারে! নিখোঁজ পোষ্য বিড়ালের সন্ধানে নাওয়াখাওয়া ভুলেছেন দম্পতি
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরে সভাধিপতি বলেন, “মানিকপুরের একটি স্কুলে আমরা গিয়েছিলাম। সেখানে বেশ কিছু মেধাবী রয়েছে ছেলেমেয়ে রয়েছে। তাদেরকে আমরা যা প্রশ্ন করলাম তার উত্তর দিল, আবার বোর্ডে আমাদের বোঝালো। এটা থেকে একটা জিনিস বোঝা যায়, সরকারি স্কুলেও নতুন করে ভাল ছেলেমেয়ে বেরিয়ে আসছে। ধনিয়াখালির স্কুলে এসে সেটাই দেখা গেল।”
রাহী হালদার





