এই বিশেষ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন। দিনভর বয়সভিত্তিক কাতা ও কুমিতিতে প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ পুজোর আগে ঝেঁপে বৃষ্টি! উত্তরের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস, হাওয়া অফিসের হাতেগরম আপডেট দেখুন
ক্যারাটে এক ধরণের বিশেষ প্রশিক্ষণ। বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য প্রত্যেকেরই এই প্রশিক্ষণ নেওয়া জরুরি বলে মনে করেন অনেকে। এখন শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এই প্রশিক্ষণ নেয় বহু ছেলেমেয়ে। এই প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিশু ও কিশোরদের মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা গড়ে তোলে। এছাড়াও পথেঘাটে আত্মরক্ষার জন্য বিশেষ কাজেও আসে। স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে ক্যারাটে শেখার প্রবণতাও তাই ঊর্ধ্বমুখী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজক ও প্রশিক্ষক সোমনাথ দে জানান, বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য প্রত্যেকের এই ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া উচিত। এই ধরণের প্রতিযোগিতা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং শিশু ও কিশোরদের মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তাও গড়ে তোলে। জেলাস্তরে এই ধরণের উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও তৈরি করবে।