সকাল ৯ টা থেকে শুরু হলেও বৃহস্পতিবার প্রায় সারাদিন ধরেই চলবে এই বিপর্যয় মোকাবিলা দফতরের প্রস্তুতি মহড়া। উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ও দুর্যোগ হলে কী ভাবে মোকাবিলা করবে প্রশাসন, তারই আগাম প্রস্তুতি হিসেবে NDRF এর পক্ষ থেকে রামনগরের পাঁচ এলাকায় মক ড্রিল করার প্রস্তুতি নেওয়া হল। রামনগরের পদিমা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচটি জায়গায় সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের যৌথ মক ড্রিলের আয়োজন করা হয়েছে। এতে সামিল হবেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ।
advertisement
সকাল নটা থেকে মক ড্রিল শুরু হবে। হঠাৎ দুর্যোগ এলে হাসপাতালে, স্কুল বিল্ডিঙে কীভাবে সাধারণ মানুষদের উদ্ধার করা রাখা হবে তারই মক ড্রিল হবে। এই মক ড্রিলে নজরদারি করবেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এ নিয়ে বুধবার জেলাশাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন তমলুকের মহকুমা শাসক।