আরও পড়ুন: নাকে-মুখে চাপ চাপ রক্ত! পুকুরে ভাসছে ৭ বছরের মেয়ের দেহ, এমন কাণ্ড ঘটাতে পারে মা? তুলকালাম
এই পুরো কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধী সুব্রত মল্লিক। তিনি নিজে হাতে ধরে দৃষ্টিহীনদের শেখাচ্ছেন রাখী তৈরির খুঁটিনাটি। দৃষ্টিহীন অংশগ্রহণকারীরা মূলত স্পর্শের অনুভূতির মাধ্যমেই রঙ, গঠন বুঝে তৈরি করছেন রাখী, যা দেখে মুগ্ধ সকলেই। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রাখিগুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের বাইরেও পাঠানো হবে। বিক্রয় থেকে যে অর্থ সংগ্রহ হবে, তা তুলে দেওয়া হবে রাখী প্রস্তুতকারীদের এই মানুষগুলি হাতেই।
advertisement
আরও পড়ুন: নিবেদিতা সেতুর নিচে ডাস্টবিনে সদ্যোজাত! শিশুর শরীরে কিলবিল করছে পোকা, বাঁচাল কে জানেন?
পুজোর আগে সামান্য এই উপার্জনের আশ্বাস পেয়ে দারুণ খুশি তাঁরাও। দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের এমন উদ্যোগ শুধু তাঁদের জীবনে কিছুটা আর্থিক স্বচ্ছলতা এনে দিচ্ছে তাই নয়, একইসঙ্গে সমাজকে এক গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে যে, শারীরিক সীমাবদ্ধতা কখনওই মনোবলে বাঁধা হতে পারে না।