TRENDING:

'অন্ধজনে দেহ আলো', দৃষ্টিহীনদের হাতে তৈরি হচ্ছে রাখি! পৌছবে রাজ্য সহ বিদেশেও

Last Updated:

দৃষ্টিহীনদের হাতেই এভাবে তৈরি হচ্ছে রাখি! পৌছবে রাজ্য সহ বিদেশেও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: দৃষ্টিহীনদের হাতেই তৈরি হচ্ছে রাখী! যা বিক্রি হবে ভিন রাজ্য-সহ দেশ-বিদেশেও। জেলার দত্তপুকুর শিবালয় এলাকায় এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অভিনব এমন উদ্যোগে সামিল হয়েছেন ১৫ জন দৃষ্টিহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষজন। রাখী পূর্ণিমা উপলক্ষে তাঁরা নিজের হাতে তৈরি করছেন নজরকাড়া রাখী। আর এই রাখী তৈরির মাধ্যমেই তাঁরা খুঁজে পাচ্ছেন নতুন আনন্দ, আত্মবিশ্বাস ও সামান্য হলেও উপার্জনের সুযোগ। প্রতিটি রাখী তৈরি হচ্ছে সম্পূর্ণ হাতে। কোনও যন্ত্রনির্ভর কাজ নয়। কাঁচ, পুঁথি, কুমড়োর দানা, মসুর ডাল, চাল ইত্যাদি নানা প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান ব্যবহার করেই তৈরি হচ্ছে এই সুন্দর রাখীগুলি। সংস্থার তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রায় ১৩৪টি রাখী তৈরি করেছেন দৃষ্টিহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষগুলি।
advertisement

আরও পড়ুন: নাকে-মুখে চাপ চাপ রক্ত! পুকুরে ভাসছে ৭ বছরের মেয়ের দেহ, এমন কাণ্ড ঘটাতে পারে মা? তুলকালাম

এই পুরো কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধী সুব্রত মল্লিক। তিনি নিজে হাতে ধরে দৃষ্টিহীনদের শেখাচ্ছেন রাখী তৈরির খুঁটিনাটি। দৃষ্টিহীন অংশগ্রহণকারীরা মূলত স্পর্শের অনুভূতির মাধ্যমেই রঙ, গঠন বুঝে তৈরি করছেন রাখী, যা দেখে মুগ্ধ সকলেই। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রাখিগুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের বাইরেও পাঠানো হবে। বিক্রয় থেকে যে অর্থ সংগ্রহ হবে, তা তুলে দেওয়া হবে রাখী প্রস্তুতকারীদের এই মানুষগুলি হাতেই।

advertisement

আরও পড়ুন: নিবেদিতা সেতুর নিচে ডাস্টবিনে সদ্যোজাত! শিশুর শরীরে কিলবিল করছে পোকা, বাঁচাল কে জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুজোর আগে সামান্য এই উপার্জনের আশ্বাস পেয়ে দারুণ খুশি তাঁরাও। দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের এমন উদ্যোগ শুধু তাঁদের জীবনে কিছুটা আর্থিক স্বচ্ছলতা এনে দিচ্ছে তাই নয়, একইসঙ্গে সমাজকে এক গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে যে, শারীরিক সীমাবদ্ধতা কখনওই মনোবলে বাঁধা হতে পারে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'অন্ধজনে দেহ আলো', দৃষ্টিহীনদের হাতে তৈরি হচ্ছে রাখি! পৌছবে রাজ্য সহ বিদেশেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল