দিলীপ ঘোষ এদিন বলেন, ''আগে আলুর দাম ছিল কিলো প্রতি ১৫ থেকে ২০ টাকা। এখন সেই আলুর দাম দাঁড়িয়েছে কিলো প্রতি ৩৫ টাকা থেকে ৪০ টাকা। আলু তো আর রাশিয়া বা ইউক্রেন থেকে আসে না। আলুর দাম যেখানে একশো শতাংশ বেড়েছে, সেখানে ৯০ টাকার পেট্রল মাত্র ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে হয়েছে ১১৫ টাকা। পেট্রল কেউ খায় না। কিন্তু আলু সবাই খায়। আমরা ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিয়ে দিতাম। এখন তৃণমূল নেতাদের ধরে তাদের পিছনে একটু পেট্রল দিয়ে দিন আপনারা। দেখুন, কেমন দৌড় দেবে।''
advertisement
আরও পড়ুন: ২০২৪-এ একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোট? দিলীপ ঘোষের মন্তব্যে আরও বাড়ল ধোঁয়াশা
তৃণমূল নেতাদের উদ্দেশ্যে এই নিদান দেওয়ার পরই দিলীপের সংযোজন, ''এমনটা করে দেখুন, তার পর তাদের জিজ্ঞাসা করুন, কেমন মজা?'' তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘তোমাদের কোনও যোগ্যতা নেই। আলু, ঢেঁড়স, ঝিঙের দাম কমাতে পারছ না। আর পেট্রল তো অনেক দূর।’’
আরও পড়ুন: এবার আরও এক পদক্ষেপ, সঙ্গে তৃণমূল বিধায়ক! অর্জুন সিংকে ঘিরে তুঙ্গে শোরগোল
এদিকে, বাংলায় আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ টেনে একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব ছিল বঙ্গ বিজেপি। এরই মধ্যে আবারও এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার তিনি বলেছেন, ‘২০২৪ এ লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে হবে। কী ভাবে হবে জানার দরকার নেই।’ আর শুভেন্দুর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও যা বললেন, তাতে ধোঁয়াশা আরও বাড়ল। কী বললেন দিলীপ ঘোষ? এদিন ওই বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''২০২৪ সালে লোকসভা ভোট তো হবেই, আর রাজ্যের যা অবস্থা, তাতে বিধানসভা ভোটও হলে হতে পারে।'' তাঁর এই মন্তব্যকে স্বভাবতই বিশেষ ইঙ্গিতিবাহী বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।