এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দলের অন্দরে বিরাগভাজন হয়েছিলেন দিলীপ৷ তবে স্বাধীনতা দিবসের সকালে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাঁকে আক্রমণ করতে দেখা গেল দিলীপকে৷ বললেন, ‘‘সব সময় মমতা ব্যানার্জি ভোটের কথাই ভাবেন। উনি ঘুমিয়ে ঘুমিয়েও ভোটের কথা ভাবে। দেশের আইনের ওপরে উনি যদি ভাবেন কিছু করবেন, তবে তা সম্ভব নয়।’’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এদেশকে চিনি না’ মন্তব্যের প্রেক্ষিতেও কটাক্ষ করেন দিলীপ৷ তাঁর পাল্টা দাবি, ‘‘উনি অনেক কিছুই চেনেন না। দেশ পাল্টাচ্ছে দুনিয়া পাল্টাচ্ছে। এ বাংলা সোনার বাংলা হয়নি তাই মানুষ বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট SIR নিয়ে যা বলার বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে এ বাংলায় এসআইআর হবেই। ’’
তবে সবচেয়ে বড় অভিযোগ তোলেন অভিষেকের গড় ডায়মন্ড হারবার নিয়ে৷ দিলীপের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটার কার্ড মৃতদের ভোটার কার্ড রয়েছে৷ তাঁর দাবি, ‘‘প্রতি বুথে অন্তত ৫০ টি করে মৃত ভোটার ভুয়ো ভোটার রয়েছে। এটা বিরাট সংখ্যায় রয়েছে। যেটা বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।’’
দিলীপ ঘোষের দাবি, ‘‘SIR হলে পরিষ্কার হয়ে যাবে কত লক্ষ ভোটার আছে ডায়মন্ড হারবারে। সব থেকে বেশি ভুয়ো ভোটার রয়েছে ডায়মন্ড হারবারে। অনুরূপ ঠাকুরের মুখ বন্ধ করে কোনও লাভ নেই। পরিকল্পনা করে বাংলাদেশিদের ভোটার বানানো হয়েছে।’’