TRENDING:

Dilip Ghosh: এবার টার্গেট অভিষেকের গড়! ‘SIR হলেই পরিষ্কার হয়ে যাবে সব,’ স্বাধীনতা দিবসে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এদেশকে চিনি না’ মন্তব্যের প্রেক্ষিতেও কটাক্ষ করেন দিলীপ৷ তাঁর পাল্টা দাবি, ‘‘উনি অনেক কিছুই চেনেন না। দেশ পাল্টাচ্ছে দুনিয়া পাল্টাচ্ছে। এ বাংলা সোনার বাংলা হয়নি তাই মানুষ বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট SIR নিয়ে যা বলার বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে এ বাংলায় এসআইআর হবেই। ’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ, শঙ্কর রাই: খড়্গপুরে সাত সকালে মর্নিং ওয়াক দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের। বিহারের পরে এই বাংলায় এসআইআর (SIR) হবেই, ফের একবার দাবি দিলীপ ঘোষের। বিজেপি নেতা বলেছেন, ‘‘যে সমস্ত বিদেশিরা এখানে ভোটার হয়ে প্রভাবিত করছে, এদেশের সম্পদ ভোগ করছে, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সেই সমস্ত বিদেশিদের পক্ষে দাঁড়িয়েছে, ওঁর সরকারই তাঁদের ভোটার বানিয়েছে।’’
News18
News18
advertisement

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দলের অন্দরে বিরাগভাজন হয়েছিলেন দিলীপ৷ তবে স্বাধীনতা দিবসের সকালে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাঁকে আক্রমণ করতে দেখা গেল দিলীপকে৷ বললেন, ‘‘সব সময় মমতা ব্যানার্জি ভোটের কথাই ভাবেন। উনি ঘুমিয়ে ঘুমিয়েও ভোটের কথা ভাবে। দেশের আইনের ওপরে উনি যদি ভাবেন কিছু করবেন, তবে তা সম্ভব নয়।’’

advertisement

আরও পড়ুন: যুবকদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫ হাজার টাকা! স্বাধীনতা দিবসের দিন বড় সুখবর দিলেন মোদি…কারা পাবেন সুবিধা?

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এদেশকে চিনি না’ মন্তব্যের প্রেক্ষিতেও কটাক্ষ করেন দিলীপ৷ তাঁর পাল্টা দাবি, ‘‘উনি অনেক কিছুই চেনেন না। দেশ পাল্টাচ্ছে দুনিয়া পাল্টাচ্ছে। এ বাংলা সোনার বাংলা হয়নি তাই মানুষ বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট SIR নিয়ে যা বলার বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে এ বাংলায় এসআইআর হবেই। ’’

advertisement

তবে সবচেয়ে বড় অভিযোগ তোলেন অভিষেকের গড় ডায়মন্ড হারবার নিয়ে৷ দিলীপের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটার কার্ড মৃতদের ভোটার কার্ড রয়েছে৷ তাঁর দাবি, ‘‘প্রতি বুথে অন্তত ৫০ টি করে মৃত ভোটার ভুয়ো ভোটার রয়েছে। এটা বিরাট সংখ্যায় রয়েছে। যেটা বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।’’

আরও পড়ুন: আমূল বদলে যাবে GST-র নিয়ম…সস্তা হবে জিনিসপত্র! অক্টোবরেই আসছে ‘ডাবল দিওয়ালি’, ঘোষণা মোদির

advertisement

দিলীপ ঘোষের দাবি, ‘‘SIR হলে পরিষ্কার হয়ে যাবে কত লক্ষ ভোটার আছে ডায়মন্ড হারবারে। সব থেকে বেশি ভুয়ো ভোটার রয়েছে ডায়মন্ড হারবারে। অনুরূপ ঠাকুরের মুখ বন্ধ করে কোনও লাভ নেই। পরিকল্পনা করে বাংলাদেশিদের ভোটার বানানো হয়েছে।’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: এবার টার্গেট অভিষেকের গড়! ‘SIR হলেই পরিষ্কার হয়ে যাবে সব,’ স্বাধীনতা দিবসে বোমা ফাটালেন দিলীপ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল