সোমবার সকালে বারুইরপুরে দলীয় জেলা কার্যালয়ে এক কর্মী সভায় যোগ দেন দিলীপ ঘোষ ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘বিধায়ক খুনে বিজেপি কর্মীরা জড়িত নন ৷
কারণ হিংসার রাজনীতিতে বিজেপি বিশ্বাসী নয় ৷ জোর করে বিজেপি নেতা কর্মীদের নাম জড়ান হচ্ছে ৷ মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করার চেষ্টা চলছে ৷ কিন্তু কোনওভাবেই বিজেপিকে রোখা যাবে না ৷’ সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় কোনওভাবেই জড়িত নয় বিজেপি ৷ সেকথা এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন দিলীপ ঘোষ ৷ কিন্তু তা স্বত্ত্বেও বিজেপিকে ইচ্ছেকৃতভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে আটকানোর চেষ্টা করা হলে রাস্তায় নেমে প্রতিবাদী মিছিল করবে গেরুয়া শিবির ৷ এমনটাই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ ৷
advertisement
সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘যেকোনও মানুষের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা যায় ৷ তবে, সবসময় সেটাই সত্যি হয় যে, এমনটা নয় ৷ তদন্ত ছাড়াই মুকুল রায়ের বিরুদ্দে এফআইআর দায়ের করা হয়েছে ৷ যার জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন মুকুল রায় ৷’