তিনি আরও বলেন, "আবাস যোজনা থেকে সরকারি কাজের টাকা সব লুট করেছেন। তাই কাগজপত্র দেখিয়ে দিন। সাদাকে সাদা কালোকে কালো প্রমাণিত করার সুযোগ দিন। তথ্য প্রমাণ দিয়ে দিন।"
চন্দ্রকোণায় বালি মাফিয়াদের দৌরাত্ম্যে বর্ধমানের পূর্বস্থলীতে পরিবহণ দফতরের আধিকারিকদের দুষ্কৃতীদের গুলির সামনে পড়তে হয়েছে বলে অভিযোগ। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ বলেন, "মাফিয়ারা এই পার্টি চালাচ্ছে। সরকার চালাচ্ছে। তাদেরকে কেউ আটকাতে পারবেনা।"
advertisement
দিলীপ ঘোষ বলেন, "আপনারা দেখছেন, পুলিশের কি দুরবস্থা! মাতালদের ধরতে গেছে, পুলিশকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। বিএসএফ পাচারকারীদের ধরতে গেলে তাদের ওপর হামলা হচ্ছে। এখন বালি কয়লার গাড়ি আটকাতে গেলে সেখানে গুলি চলছে। মাফিয়াদের দাদাগিরি চলছে। এ যেন মেক্সিকো হয়ে গেছে। পুলিশ প্রশাসন তাদের সামনে দাঁড়াতে পারছে না। সাধারণ মানুষ কি করবে! তাদের সামনে কীভাবে দাঁড়াবে। এই দুষ্কৃতিরাই এখন তৃণমূল পার্টির একটা অঙ্গ হয়ে গেছে।"
আরও পড়ুন, বড় খবর! মাধ্যমিকের সময়সূচি বদল! মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! জানুন
আরও পড়ুন, লং উইকএন্ডে বেড়াতে যাচ্ছেন আগামিকাল? জানুন কতটা ঠান্ডা থাকবে কলকাতা ও শহরতলিতে
অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, "ওকে এখন জেলেই থাকতে হবে। পারমানেন্ট না হওয়া পর্যন্ত টেম্পোরারি জেল চলবে।"বৃহস্পতিবার গলসি যাবার পথে জাতীয় সড়কে আবাস যোজনার কেন্দ্রীয় দল অবরোধে আটকে পড়ে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, "সাংবিধানিক ব্যবস্থা পশ্চিম বাংলায় ভেঙে পড়েছে। এখানে তালিবানি সরকার চলছে। রাজ্য সরকার দেশের সংবিধানকে মানছে না।"