রানাঘাটে বিজেপি-র পরিবর্তন সংকল্প সভায় দিলীপ ঘোষ দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ ফলে ছাপ্পা ভোট দেওয়াও কঠিন হবে তৃণমূলের পক্ষে৷ দিলীপ বলেন, ‘বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ তাই কানের পাশে বন্দুক ধরে তৃণমূল ইচ্ছে মতো ছাপ্পা ভোট দিতে পারবে না৷ তার পরেও যদি তৃণমূল জেতে, তাহলে ভাবব সেটাই মানুষের বিচার৷’
advertisement
দিলীপ দাবি করেছেন, ২০২১-এ সম্ভব না হলেও ২০২৬-এ রাজ্যে বিজেপি সরকার গঠন করবেই৷ বিজেপি-কে জেতানোর আবেদন করে দিলীপ বলেন, ‘পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তনের জন্য বিজেপি-কে জেতাতে হবে৷ সারা দেশের মানুষ মোদির গ্যারান্টিতে বিশ্বাস করে৷ নরেন্দ্র মোদির প্রতি মানুষের বিশ্বাসের কারণ তিনি বিজেপি-র নেতা৷ আমরা এখানে তাঁর প্রতিনিধি৷ আপনাদের উপরে অত্যাচার বন্ধ করতে বিজেপি-কে জেতান৷ এতদিন আপনারা যা চেয়েছিলেন এবার সফল হবে৷ বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হবে৷ আমরা সোনার বাংলা গড়ব৷’
দিলীপ এ দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের অধিকাংশ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাই রাজ্যের বাসিন্দারা পাচ্ছেন না৷ তবে এসআইআর নিয়েই এ দিন তৃণমূলকে বেশি আক্রমণ করেছেন দিলীপ৷ বিজেপি নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রেও সাড়ে ৪৪ হাজার ভুয়ো ভোটারের নাম পাওয়া গিয়েছে৷ উনি কত ভোটে জেতেন? সব কেন্দ্রেই ২৫ থেকে ৩০ হাজার ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে৷’ তৃণমূলের পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ৷ বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন, কংগ্রেস এবার খাতাও খুলতে পারবে না৷
