এদিকে, ঝড়খালির বিজেপির মণ্ডল সভাপতিকে ধরে মারধরের ঘটনায় থানায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ''সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের হিংসা চলছে। তৃণমূলে নিজেদের মধ্যে হচ্ছে। যেখানে বিজয়া সম্মিলনী হচ্ছে সেখানে মারামারি হচ্ছে। পার্টি, পার্টির মধ্যে গোষ্ঠী কলহ, বোম বন্দুক গুলি চলছে। মারপিট হচ্ছে। পুলিশ গিয়ে ঠেকাচ্ছে। বাকিদের তো আছেই। আর আমাদের উপরে অত্যাচার লাগাতার চলতেই থাকে। প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন তৃণমূল সামলাতেই ব্যস্ত। এটা আরও বাড়বে, এদের কোন কন্ট্রোল নেই।''
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে তড়িঘড়ি কলকাতায় আরএসএস-বঙ্গ বিজেপি বৈঠক
আউশগ্রামের মানবাধিকার কর্মী সংগীতা চক্রবর্তীর উপর তৃণমূলের হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ''সব জায়গায় হামলা হচ্ছে, সবার উপরে। যে ওদের কথা শুনবে না, যে ওদের বিরোধিতা করবে, যে ওদের অন্যায়কে তুলে ধরবে, তাদেরকে ওরা মারবে, ভয় দেখাবে। তাই হয়েছে।''
আরও পড়ুন: জেলায় জেলায় শীতের আমেজ সকালে, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
চাকরি কাণ্ডে শুভেন্দুর ঘনিষ্ঠ চঞ্চল নন্দীকে জিজ্ঞাসাবাদ বাঁকুড়া পুলিশের। এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ''জানি না কী আছে। অনেক জায়গায় এখন সিবিআই অ্যাক্টিভ হয়েছে। ওরা কাউন্টার হিসেবে বিজেপি-র সঙ্গে আছে, এমন লোকদের ডিস্টার্ব করার চেষ্টা করছ, সিআইডি থেকে চিঠি দিয়ে। সত্য মিথ্যা সামনে আসবে। কিছু লোককে হ্যারাসমেন্ট করবেই।''