TRENDING:

'যেন দেশ ছাড়তে না পারে', দিলীপ ঘোষের ভয়ঙ্কর অভিযোগ! বললেন, গোয়েন্দা লাগাতে হবে

Last Updated:

Dilip Ghosh: রবিবার সকালে বিষ্ণুপুর শহরের বেসরকারি একটি হোটেল থেকে প্রাতঃভ্রমণে বের হয়ে পোড়ামাটির হাটে যান দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: কোনও তৃণমূল নেতা ও তাঁদের আত্মীয়রা যেন দেশ ছাড়তে না পারে , প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা উচিৎ। বাঁকুড়ার বিষ্ণুপুরে বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে এভাবেই তৃণমূলকে খোঁচা দিলেন দিলীপ। তাঁর কথায়, ''গরীবের সম্পত্তি লুঠ করে বিদেশে ফুর্তি করতে যাবে আর এখানে লোক খেতে পাবে না। ফ্রি রেশন পর্যন্ত লুঠ করে নেওয়া হচ্ছে। প্রত্যেক লোকের পিছনে ইনটেলিজেন্সের লোককে লাগানো উচিৎ এবং তাঁদের আশপাশের লোককে জেরা করা উচিৎ। তৃণমূল নেতাদের টাকা রাখার জায়গা নেই।''
দিলীপ ঘোষের হুঁশিয়ারি
দিলীপ ঘোষের হুঁশিয়ারি
advertisement

রবিবার সকালে বিষ্ণুপুর শহরের বেসরকারি একটি হোটেল থেকে প্রাতঃভ্রমণে বের হয়ে পোড়ামাটির হাটে যান দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চা কর্মসূচীর ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক তোপ দাগেন দিলীপ ঘোষ ।

আরও পড়ুন: সেই গার্ডেনরিচেই তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু! শনিবার রাতে উদ্ধার ঝুলন্ত দেহ

advertisement

দিলীপের কথায়, ''দিদি বলছে টাকা নেই টাকা নেই। বারবার প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন। এদিকে টাকা তো সব খাটের তলায় পুঁটলি বেঁধে রাখা আছে। কেউ কোনওদিন ভেবেছিল লোকের খাটের তলায় বাড়িতে বাড়িতে এত টাকা পাওয়া যাবে! আর ববি হাকিম বলছেন এই টাকা ধরে নেওয়াতে নাকি বাংলার অর্থনীতি ভেঙে পড়বে। কে ভেবেছিল বাংলার অর্থনীতি কালো টাকা দিয়ে চলবে? এটাকে সরকার সাপোর্ট করছে। তৃণমূলের নেতাদের কষ্ট হচ্ছে। এখানে পুলিশ আছে, সিআইডি আছে। তারা কী করে, কেউ জানে না। কেউ কোনওদিন এই টাকার কথা বলেনি।''

advertisement

আরও পড়ুন: ছাপোষা বাড়ি, খাটের তলায় নজর পড়তেই চমক! যেভাবে গার্ডেনরিচে বেরিয়ে এল টাকার পাহাড়...

এখানেই শেষ নয়, সিবিআই ও ইডির স্ক্যানারে থাকা পুলিশ আধিকারিক শ্যাম সিংকে বর্ধমানের ডিআইজি করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''কিছু করার নেই, কারণ সবকটা আধিকারিক দাগী। তৃণমূল তাঁদের কর্মীদের ঝান্ডা ধরা ও লুঠ করা শেখানোর পাশাপাশি সরকারি আধিকারিকদেরও তা করতে বাধ্য করেছে। এখন তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে। এদের উপরে তো জায়গা হবেই না, তার আগে যেন এদের সকলের জেল হয়ে যায়।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

----প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'যেন দেশ ছাড়তে না পারে', দিলীপ ঘোষের ভয়ঙ্কর অভিযোগ! বললেন, গোয়েন্দা লাগাতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল