রবিবার সকালে বিষ্ণুপুর শহরের বেসরকারি একটি হোটেল থেকে প্রাতঃভ্রমণে বের হয়ে পোড়ামাটির হাটে যান দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চা কর্মসূচীর ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক তোপ দাগেন দিলীপ ঘোষ ।
আরও পড়ুন: সেই গার্ডেনরিচেই তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু! শনিবার রাতে উদ্ধার ঝুলন্ত দেহ
advertisement
দিলীপের কথায়, ''দিদি বলছে টাকা নেই টাকা নেই। বারবার প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন। এদিকে টাকা তো সব খাটের তলায় পুঁটলি বেঁধে রাখা আছে। কেউ কোনওদিন ভেবেছিল লোকের খাটের তলায় বাড়িতে বাড়িতে এত টাকা পাওয়া যাবে! আর ববি হাকিম বলছেন এই টাকা ধরে নেওয়াতে নাকি বাংলার অর্থনীতি ভেঙে পড়বে। কে ভেবেছিল বাংলার অর্থনীতি কালো টাকা দিয়ে চলবে? এটাকে সরকার সাপোর্ট করছে। তৃণমূলের নেতাদের কষ্ট হচ্ছে। এখানে পুলিশ আছে, সিআইডি আছে। তারা কী করে, কেউ জানে না। কেউ কোনওদিন এই টাকার কথা বলেনি।''
আরও পড়ুন: ছাপোষা বাড়ি, খাটের তলায় নজর পড়তেই চমক! যেভাবে গার্ডেনরিচে বেরিয়ে এল টাকার পাহাড়...
এখানেই শেষ নয়, সিবিআই ও ইডির স্ক্যানারে থাকা পুলিশ আধিকারিক শ্যাম সিংকে বর্ধমানের ডিআইজি করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''কিছু করার নেই, কারণ সবকটা আধিকারিক দাগী। তৃণমূল তাঁদের কর্মীদের ঝান্ডা ধরা ও লুঠ করা শেখানোর পাশাপাশি সরকারি আধিকারিকদেরও তা করতে বাধ্য করেছে। এখন তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে। এদের উপরে তো জায়গা হবেই না, তার আগে যেন এদের সকলের জেল হয়ে যায়।''
----প্রিয়ব্রত গোস্বামী