TRENDING:

Dilip Ghosh: ডিসেম্বরে তৃণমূলের 'দরজা খোলা' নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, করলেন মারাত্মক দাবি!

Last Updated:

Dilip Ghosh: রবিবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ তৃণমূলের ছোট করে দরজা খোলা নিয়ে কটাক্ষ করে বলেন, ''স্বপ্ন দেখছে তৃণমূল, এই দল নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাবে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: রাজ্য রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল এই ডিসেম্বর মাস। বিরোধী দলনেতা শুভেন্দু প্রায় নিয়ম করে প্রতিটি সভায় ডিসেম্বরে বড় কিছু একটা হবে বলে দাবি করছিলেন। অন্যদিকে, গত ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে প্রভাত কুমার কলেজ মাঠের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও ছিল সেই ডিসেম্বর মাসের কথা। ডিসেম্বরে দলের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে বিজেপিতে। যদিও রবিবার সেই প্রসঙ্গ উড়িয়ে পাল্টা তৃণমূলকেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপের পাল্টা হুঁশিয়ারি
দিলীপের পাল্টা হুঁশিয়ারি
advertisement

রবিবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ তৃণমূলের ছোট করে দরজা খোলা নিয়ে কটাক্ষ করে বলেন, ''স্বপ্ন দেখছে তৃণমূল, এই দল নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাবে।'' বিজেপি নেতার সংযোজন, ''বাংলায় অপশাসন চলছে, সুশাসনের আশা করাটা বাতুলতা ছাড়া আর কিছু নয়।'' বিজেপির সুশাসন দিবসে দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে তৃণমূল সরকারকে এভাবেই আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।

advertisement

আরও পড়ুন: শুধুই সরকারি কর্মসূচি, বাংলাতে এলেও বঙ্গ বিজেপির সভায় 'না' মোদির

প্রসঙ্গত, কাঁথির সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ''এই যে বলছে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। জানেন, আমি যদি দরজা খুলে দিই তাহলে দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়ে রেখেছি। দুঃসময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে লড়াই করেছে, এই সরকারকে ক্ষমতায় এনেছে তাদের সম্মান দিয়ে আমি দরজা খুলছি না। যদি দরজা খুলি তাহলে এই বিজেপি দলটা থাকবে না। বলুন দরজা খুলব? আমার তো মাঝে মাঝে মনে হয় দরজাটা একটু খুলে দিই। আগামী সপ্তাহে খুলি? পাঁচ সেকেন্ডের জন্য! তারপর ফের বন্ধ করে দেব। আমি তো একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই। কিন্তু অনেকে নিষেধ করছে। তবুও দরজাটা ছোট্ট করে খুলে দিই? যারা ভেতরে ঢুকবে, প্রায়শ্চিত্ত করবে। দলের জন্য কাজ করবে। তারা যাতে মাথার উপরে ছড়ি ঘোরাতে না পারে তার দায়িত্ব আমার।''

advertisement

আরও পড়ুন: সামনে টোটোচালক, আসলে শিলিগুড়িতে এই ব্যক্তি যা করতেন, চমকে উঠল গোটা দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

বিজেপির তরফে এ নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে আগেও। যদিও তৃণমূল নেতাদের দাবি, ডিসেম্বর না হলেও আগামী ২ জানুয়ারি, বড় কিছু ঘটতেই পারে। এখন দেখার তেমন কিছু হয় কিনা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: ডিসেম্বরে তৃণমূলের 'দরজা খোলা' নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, করলেন মারাত্মক দাবি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল