এখানেই শেষ নয়, দিলীপ ঘোষের সংযোজন, ''উনি একবার আগে বলেছিলেন কুণাল চোর, পার্থ চোর, মদন চোর, মুকুল চোর। আর সবকটাই অ্যারেস্ট হয়েছিল। এখন উনি নিজের নামটা বলেছেন প্রথমবার, আমার মনে হয় সেই সম্ভাবনাও আছে।'' সোমবার মেদিনীপুরে বিজেপির জেলা কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।
advertisement
আরও পড়ুন: 'আমি জানতাম দিদি আমার পাশে দাঁড়াবে', মমতার মন্তব্যে যেন প্রাণ ফিরে পেলেন 'কেষ্ট'
তিনি আরও বলেন, ''এখন অনেকে বলছে ED মানে এবার দিদি। দিদির দিকেই হাত যাচ্ছে সেটা উনি বুঝতে পেরেছেন। এবং তাতে গত দু, তিন দিন ওঁর যুব বন্ধুদের নামতে বলেছিলেন, কিন্তু কেউ রাস্তায় নামেনি। কেউ আর চোরের সঙ্গে থাকতে রাজি নয়। চোরেদের গ্যাং থেকে নিজেদের সবাই আলাদা করছে।''
আরও পড়ুন: আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল অনুব্রতর! আইনজীবীর কাছে যা বললেন, অবিশ্বাস্য
তৃণমূল কংগ্রেসের ১৪ অগাস্ট পতাকা উত্তোলনকেও দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ''১৪ তারিখ পাকিস্তানের স্বাধীনতা দিবস, পাকিস্তান পতাকা তোলে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন ১৪ তারিখ পতাকা তুলুন। আমি জানি না কার স্বাধীনতা দিবস পালন হচ্ছে পাকিস্তানের না ভারতের। অজিত মাইতির মতো লোকেরা যদি নেতা হয়, তাহলে আবার দেশ পরাধীন হতে দেরি হবে না।''
---শোভন দাস