TRENDING:

Modern Poultry Farm: ভাবা যায়...! ডিজিটাল লাইট, ফ্যান, এয়ার কুলার! মুরগিদের জন্য রাজপ্রাসাদ বানালেন যুবক, ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

Modern Poultry Farm: মুরগির জন্য পাখা থেকে শুরু করে এয়ার কুলার, এ যেন মুরগির জন্য রাজপ্রাসাদ, এমনই অবাক করা কান্ড ঘটাল দক্ষিণ ২৪ পরগনার ফলতার কাটাখালি এলাকার এক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফলতা: মুরগির জন্য রাজপ্রাসাদ, এমনই কান্ড ঘটাল ফলতারই এক যুবক। মুরগির জন্য পাখা থেকে শুরু করে এয়ার কুলার, এ যেন মুরগির জন্য রাজপ্রাসাদ, এমনই অবাক করা কান্ড ঘটাল দক্ষিণ ২৪ পরগনার ফলতার কাটাখালি এলাকার এক যুবক।
advertisement

বিভিন্ন প্রজাতির বিদেশী মুরগিদের লালন-পালন এবং সেই বিদেশী মুরগীর চাষ করে নিজের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার শামীম। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন প্রজাতির বিদেশী মুরগীদের নিয়ে লালন পালন করার জন্য একটি মুরগিদের জন্য অত্যাধুনিক ফার্ম করেছে এই যুবক, সেই ফার্মের মধ্যে নানা সুযোগ-সুবিধা রয়েছে। মুরগিদের জন্য রয়েছে ডিজিটাল লাইট এবং এয়ার কুলার।

advertisement

আরও পড়ুন: সপ্তাহান্তে মৌসুনি আইল্যান্ড ঘুরতে যাওয়ার প্ল্যান…! এই খবর শুনেছেন তো? যাওয়ার আগে দেখে নিন কী হচ্ছে ছবির মত সুন্দর ওই দ্বীপে

এই বিদেশী মুরগি লালন পালন এবং চাষ করে এলাকার মানুষদের মন জয় করে নিয়েছে শামীম। প্রতিদিনই এলাকাবাসীরা ভিড় জামায় শামীমের মুরগির রাজপ্রাসাদ দেখতে। এ বিষয়ে শামীম তিনি জানান, “প্রথমে বেশ কয়েকটি বিদেশি মুরগির নিয়ে লালন পালন করা শুরু করি এরপর ধীরে ধীরে মুরগীদের জন্য একটি ফার্ম তৈরি করি ফার্মের মধ্যে রয়েছে অত্যাধুনিক লাইট এবং এয়ার কুলার।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি আরও জানান, “এই মুরগি যেহেতু বিদেশি আবহাওয়ায় বড় হয়ে উঠেছে সেই জন্য এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। নানা প্রজাতির বিদেশি মুরগির সম্ভার রয়েছে এলাকার মানুষজনেরা আমার এই মুরগি দেখতে প্রতিদিন ভিড় জমায় এই মুরগি আবার বিদেশে রফতানি করে আমি আর্থিকভাবেই স্বাবলম্বী হয়ে উঠছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Modern Poultry Farm: ভাবা যায়...! ডিজিটাল লাইট, ফ্যান, এয়ার কুলার! মুরগিদের জন্য রাজপ্রাসাদ বানালেন যুবক, ভিডিও না দেখলে বিশ্বাস হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল