প্রায় ৫০ থেকে ৬০টি বাস যাতে একসঙ্গে থাকতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। সুন্দরবন উন্নয়ন দফতরের তত্বাবধানে এই কাজ হচ্ছে। বর্তমানে রায়দিঘি গোলপার্কে বাস দাঁড়ায়। সেখানে একসঙ্গে ৫টি বাস দাঁড়াতেও অসুবিধা হয়। বাসগুলি আবার ডায়মন্ড হারবার পর্যন্ত যায়। নতুন ব্যবস্থার ফলে রায়দিঘি কাছারির কাছে বাস দাঁড়াবে। একসঙ্গে ৫০টি বাস দাঁড়ালেও আর অসুবিধা হবে না।
advertisement
সেই সঙ্গে রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে রাজ্যের সর্বত্র বাসে যাবে। এর ফলে কর্মসংস্থান বাড়বে। এছাড়াও ছোট গাড়িও থাকবে সেখানে। এই এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম বাস। নিকটস্থ রেলস্টেশন ২০ কিলোমিটার দূরে অবস্থিত। নতুন এই ব্যবস্থায় এলাকার যানজট সমস্যার সমাধান হবে বলে আশাবাদী রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। তাছাড়াও ভবিষ্যতে এখান থেকে দিঘা, হাওড়ার মতো জায়গাতেও দূরপাল্লার বাস যাবে।
নবাব মল্লিক